For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত ভোট এক দিনে! রমজানের আগে ভোট সারতে কমিশনকে প্রস্তাব পার্থর

প্রয়োজনে ভোট হোক এক দিনে। নির্বাচন কমিশনে এমনই প্রস্তাব দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

প্রয়োজনে ভোট হোক এক দিনে। নির্বাচন কমিশনে এমনই প্রস্তাব দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনারের কাছে আর্জি রাখেন, রমজানের আগেই ভোট শেষ করা জরুরি। কারণ তারপরেই বর্ষা। মনোনয়নের দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছিল। আদালতের দ্বারস্থ হওয়ায় তা বিলম্বিত হয়েছে। আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন শেষ করা জরুরি।

পঞ্চায়েত ভোট হোক এক দিনে! কমিশনকে প্রস্তাব পার্থর

সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় প্রস্তাব দেন প্রয়োজনে একদিনে ভোট করা হোক। তাহলে রমজানের আগে ভোট ও ভোটগণনা- সবই সেরে ফেলা যাবে। এই প্রস্তাব এখন নির্বাচন কমিশনের বিচারাধীন। এই প্রস্তাব দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনে আমরা প্রস্তাব রেখেছি। এরপর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে, তা আমরা মেনে নেব।

এদিনই বিজেপিকে একহাত নিয়ে পার্থ বলেন, ভোটে ময়দানে আসতে ভয় পাচ্ছে বিজেপি। তাই ঘন ঘন কোর্টে গিয়ে ভোট বানচাল করার পরিকল্পনা করছে। শনিবার নির্বাচন কমিশনের বৈঠকে আসার কথা ছিল বিজেপিরও। কিন্তু নির্বাচন কমিশনের বৈঠক বয়কট করে তারা গেল আদালতে মামলা করতে।

পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, দীর্ঘ ১১ দিনের আইনি-জট কাটিয়ে ভোট মামলা ফিরেছে নির্বাচন কমিশনে। যখন রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একটা আলোর রেখা দিয়েছিল, তখনই ফের গোল বাধাল বিজেপি। পাঁচজন প্রতিনিধিকে নিয়ে কমিশনে আসার পিছনে রয়েছে সেই অভিপ্রায়। ওরা প্রমাণ করে দিচ্ছে মানুষের আদালতে যেতে ওরা ভয় পায়।

English summary
TMC general secretary Partha Chatterjee proposes for one day’s panchayat election. Election Commission conducts meeting for election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X