For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজভবনের ঘোষবাবু জগদীপ ধনকর, ব্যাখ্যা দিলেন তৃণমূল মহাসচিব

রাজ্যে রাজ্যপাল হয়ে আসার কিছুদিন পর থেকেই তাঁর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে। সাম্প্রতিক তম বিষয় হল যাদবপুরের বিশেষ সমাবর্তন স্থগিত করা নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে রাজ্যপাল হয়ে আসার কিছুদিন পর থেকেই তাঁর সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে। সাম্প্রতিক তম বিষয় হল যাদবপুরের বিশেষ সমাবর্তন স্থগিত করা নিয়ে। রাজ্যপাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তিনি কোর্ট মিটিং-এ সভাপতিত্ব করবেন বলেও জানান রাজ্যপাল।

 রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের

রাজ্যপালকে ছাড়াই সমাবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শনিবার বসেছিল এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্যপালকে ছাড়াই হবে অনুষ্ঠান। বিশেষ সমাবর্তন না হওয়ায় রাজ্যপালকে না আসলেও হবে। সোমবার কোর্টের বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত শিলমোহর দেওয়ার কথা ছিল।

কোর্ট মিটিং-এর সভাপতিত্ব করবেন রাজ্যপাল

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বদল করতে এরপর হুঁশিয়ারি দেন রাজ্যপাল জগদীপ ধনকর। রবিবার সন্ধেয় তিনি টুইটে জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ তিনি সভাপতিত্ব করবেন। এর আগে এগজিকিউটিভ কাউন্সিলকে তিনি বলেছিলেন সমাবর্তনে তাঁর হাজিরা থাকা নিয়ে আগেকার সিদ্ধান্ত প্রত্যাহার করুক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর দুটোয় বিশ্ববিদ্যালয়ে সেই বৈঠক হবে।

মমতার প্রশংসা করেও প্রশ্ন

মমতার প্রশংসা করেও প্রশ্ন

রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, তিনি একজন লড়াকু নেত্রী। তবুও তিনি(মমতা) কেন তাঁর সঙ্গে লড়াই করতে চাইছেন, প্রশ্ন করেন রাজ্যপাল।

রাজ্যপালকে 'ঘোষবাবু' বলে কটাক্ষ

রাজ্যপালকে 'ঘোষবাবু' বলে কটাক্ষ

মমতা বন্দ্যোপাধ্যায় কারও সঙ্গে লড়াই করেন না। তিনি এক এবং অভিন্ন। বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, তাঁর(মমতা) আন্দোলনের পথই দেশের মানুষকে পথ দেখায়। রাজ্যপালকে তাঁর উপদেশ, পাল্টা মন্তব্য করে বিতর্ক তৈরি করবেন না।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, উনার(রাজ্যপাল) কথা বেশি গুরুত্ব দেওয়ার কোনও মানে হয় না। তাঁর কটাক্ষ, যিনি প্রতিদিন টুইট করেন, তাঁর মতো রাজ্যপাল পাওয়া দুষ্কর। রাজ্যপাল জগদীপ ধনকরকে রাজভবনের ঘোষবাবু বলে কটাক্ষ করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল জানেন, সরকার সংবিধান মানে বলেই দিলীপ ঘোষরা এখনও উস্কানিমূলক কথা বলতে পারছেন। তা না হলে দিলীপবাবুরা শ্রীঘর দেখতেন, বলেন পার্থ চট্টোপাধ্যায়।

 রাজ্যপালের রুচি নিয়ে প্রশ্ন

রাজ্যপালের রুচি নিয়ে প্রশ্ন

পার্থ চট্টোপাধ্যায় বলেন, উনার সঙ্গে কে লড়াই করবে, উনার সঙ্গে সহধর্মিনীও রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক কাজ রয়েছে বলেও জানান পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যপাল যে ভাষায় আক্রমণ করছেন, তাতে তাঁকে(রাজ্যপাল) রুচিশীল বলে মনে করে না তৃণমূল। বলেছেন তিনি।

English summary
Partha Chatterjee critises Governor Jagdeep Dhankhar says as Ghosh Babu of Rajbhavan. Previously Governor said as Chancellor he would be presiding the court meedting of JU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X