For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গিমিক করছেন কাঁচরাপাড়ার বাবু! আগে তো নিজের দলে চাটাই পাতুন, খোঁচা পার্থর

মঞ্জু বসুকে নোয়াপাড়ার প্রার্থী ঘোষণা করে দলের গুরুত্ব বাড়াতে গিয়ে নিজেই পড়েছেন বিপাকে। এই ঘটনাকেই গিমিক বলে ব্যাখ্যা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

গিমিক করে কাঁচরাপাড়়ার বাবু জয় হাসিল করবেন ভেবেছিলেন। কিন্তু তিনি যে কিছুই করতে পারবেন না, তা একটা ঘটনাই প্রমাণ করে দিয়েছে। মঞ্জু বসুকে নোয়াপাড়ার প্রার্থী ঘোষণা করে দলের গুরুত্ব বাড়াতে গিয়ে নিজেই পড়েছেন বিপাকে। এই ঘটনাকেই গিমিক বলে ব্যাখ্যা করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায়ের নাম না করেই তোপ দেগে তিনি বলেন, 'আগে তো নিজের দলে চাটাই পাতুন। তারপর বাংলায় চাটাই পাততে আসবেন!'

গিমিক করছেন কাঁচরাপাড়ার বাবু! আগে তো নিজের দলে চাটাই পাতুন, খোঁচা পার্থর

[আরও পড়ুন:মুকুলে আস্থা হারাল বিজেপি! মুখ বাঁচাতে ফের দিলীপেই ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের][আরও পড়ুন:মুকুলে আস্থা হারাল বিজেপি! মুখ বাঁচাতে ফের দিলীপেই ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের]

মঞ্জু বসুর ভোলবদল নিয়ে প্রশ্নের জবাবে পার্থ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখিয়েছেন মঞ্জু বসু। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ কখনও ভয় দেখানো হতে পারে না। নিজেদের মুখ পুড়়েছে, তাই এইসব কথা বলে মুখরক্ষার চেষ্টা চালাচ্ছেন বিজেপির নেতারা।' উল্লেখ্য, তৃণমূলের প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে প্রার্থী করতে গিয়ে নিজের দলেই এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছেন মুকুল রায়। মুখ পুড়েছে নিজের। মুখ পুড়েছে বিজেপিরও। আর এই বিতর্কের মাঝেই তৃণমূল নেতারা খোঁচা দিতে ছাড়ছেন না।

এর আগে জ্যোতিপ্রিয় মল্লিকও কাঁচরাবাবু কটাক্ষে মুকুল রায়কে বিদ্ধ করেন। বলেন, 'দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের লড়াই চলছে, তা প্রকাশ হয়ে গিয়েছে প্রার্থীর নাম ঘোষণাতেই। মুকুলবাবু না জানিয়েই মঞ্জু বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এ জন্য মুকুল রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত মঞ্জু বসুর।'

উল্লেখ্য, রবিবার মঞ্জু বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় মুকুল গোষ্ঠীর জয় বলেই গণ্য হচ্ছিল। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই পুরো বিষয়টি ঘুরে যায়। মঞ্জুদেবী জানিয়ে দেন, 'তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন না। আমাকে না জানিয়েই নাম ঘোষণা করা হয়েছে। তিনি তৃণমূলেই রয়েছেন, দিদিই তাঁর অভিভাবক। তিনি যা বলবেন, আমি তাই করব।' তাঁর এই ঘোষণায় মুখ পোড়ে বিজেপির। আর বিজেপিতে মুকুল রায় কোণঠাসা হয়ে পড়েন। রাজ্য রাজনীতিও উত্তাল হয়ে ওঠে এই ঘটনায়।

[আরও পড়ুন:বুক চিতিয়ে পাহারা দেবেন শুভেন্দু, ধর্মীয় উসকানিতে রামবেশী বামেদের কড়া বার্তা][আরও পড়ুন:বুক চিতিয়ে পাহারা দেবেন শুভেন্দু, ধর্মীয় উসকানিতে রামবেশী বামেদের কড়া বার্তা]

English summary
Partha chatterjee criticizes to Mukul Roy on Noapara candidate announce,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X