For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁচরাপাড়ার 'একজন' খুঁজেই চলেছেন প্রার্থী! 'ভোগবাদী'দের দলবদলকে কটাক্ষ পার্থর

অনেক খুঁজেও প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই কাঁচরাপাড়ার একজন প্রার্থী খুঁজেই চলেছেন। দলবদল নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

অনেক খুঁজেও প্রার্থী পাচ্ছে না বিজেপি। তাই কাঁচরাপাড়ার একজন প্রার্থী খুঁজেই চলেছেন। দলবদল নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষে বিঁধলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, হয় ঘোষ, নয় রায়- এছাড়়া কে আছে আর দলে। শূন্য কলসির আওয়াজ বেশি, তাই বেশি বাজছেন ওনারা। ২৩ মে-র পর সমস্ত আওয়াজ চুপসে যাবে।

কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর

পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, নিজেদের দলে কেউ নেই। তাই বিভিন্ন দল থেকে ভাঙিয়ে প্রার্থী করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। যাঁরা শুধু ভোগবাদে বিশ্বাসী, তাঁরাই তৃণমূলকে পিছন থেকে ছুরি মারছে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, কিন্তু আমাদের সঙ্গে মানুষ রয়েছেন। তাঁরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার রসদ জোগাচ্ছেন।

উত্তর ২৪ পরগনার বারাকপুরের শক্তভূমে তৃণমূল টিকিট না দেওয়ায় অর্জুন সিং দলবদল করেন। বিজেপিতে নাম লেখান তিনি। এরপর এদিন অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে দলে নেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে ভাটপাড়ার একাধিক বিজেপি নেতাকেও দলে নেয়।

[আরও পড়ুন:বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, অর্জুনের ভাই-সহ একাধিক নেতার যোগদান তৃণমূলে][আরও পড়ুন:বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, অর্জুনের ভাই-সহ একাধিক নেতার যোগদান তৃণমূলে]

পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপির জেলাস্তরের নেতা ধরমপাল গুপ্তা, জিতেন্দর সাউ, সোমনাথ শ্যাম, প্রমোদ সিং-সহ বিজেপির নেতা-কর্মীরা এদিন তৃণমূলে যোগ দিলেন। আর এদিন তৃণমূলের চমক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিং।

[আরও পড়ুন: বাংলায় লড়াই! অথচ তামিলনাড়ুতে নিঃশব্দে জোট বাম-কংগ্রেসের ][আরও পড়ুন: বাংলায় লড়াই! অথচ তামিলনাড়ুতে নিঃশব্দে জোট বাম-কংগ্রেসের ]

পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, বাংলার উন্নয়নের মমতার মডেল কেন্দ্রে প্রয়োগ করতে এককাট্টা করে লড়াইয়ে সামিল হতে হবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম থেকে সেই লক্ষ্যেই মানুষ আসছেন, যোগদান করছেন। এদিন অর্জুন সিংয়ের দলত্যাগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, একজন-দুজন গেছে, বাকি সবাই আছে।

[আরও পড়ুন:অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষ অনুব্রতর, কী বললেন বীরভূমের কেষ্ট ][আরও পড়ুন:অর্জুন ও মুকুলকে তীব্র কটাক্ষ অনুব্রতর, কী বললেন বীরভূমের কেষ্ট ]

English summary
Partha Chatterjee criticizes Mukul Roy on debate of party change. BJP is broken by TMC in Mukul Roy’s district after Arjun Singh’s leaving,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X