For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভনের দলত্যাগের পর পার্থ জানালেন পরিকল্পনার কথা! 'জল্পনা' তুঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। সেই নিয়ে দলের শীর্ষনেতার অস্বস্তি যেন এখনও কাটেনি। প্রশ্নের মুখে পড়ে উত্তর সাজাতে হচ্ছে শীর্ষ নেতাদের।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহযোগী শোভন চট্টোপাধ্যায় যোগ দিয়েছেন বিজেপিতে। সেই নিয়ে দলের শীর্ষনেতার অস্বস্তি যেন এখনও কাটেনি। প্রশ্নের মুখে পড়ে উত্তর সাজাতে হচ্ছে শীর্ষ নেতাদের। এমন একজন হলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কেন বোঝানো গেল না শোভন চট্টোপাধ্যায়কে, এই প্রশ্নের উত্তরে শোভন চট্টোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

দায়িত্ব কার, প্রশ্ন পার্থর

দায়িত্ব কার, প্রশ্ন পার্থর

পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন সম্পর্ক যদি জোড়া না লাগে তবে দায়িত্ব কার। তবে তিনি যে কোথাও যাচ্ছেন না তা জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়। ভোট লুট নিয়ে প্রাক্তন মন্ত্রীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু তো একটা বলতে হবে, তাই বলেছে। প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় বুধবার দিল্লিতে বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে না দেওয়া নিয়ে দলে তিনি বলেছিলেন। শোভন চট্টোপাধ্যায় কেন দল এবং কেন ঘর ছেড়েছেন তা সবাই জানেন বলেও মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়।

দলে অপরিহার্য মমতা

দলে অপরিহার্য মমতা

পার্থ চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দলে কেউই অপরিহার্য নয়। তাই শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানে সেরকম কোনও প্রভাব পড়বে না বলেই
জানিয়েছেন তিনি।

প্রসঙ্গ দলত্যাগ বিরোধী আইন

প্রসঙ্গ দলত্যাগ বিরোধী আইন

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, অন্য দলত্যাগীদের ক্ষেত্রে যা হয়েছে, শোভন চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেই তাই করা হবে।

[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]

English summary
Partha Chatterjee criticises Sovan Chatterjee's decision of joining BJP. He said people knowthe reason.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X