শূন্য কলসি বাজে বেশি! অমিত শাহকে পাল্টা আর যা বললেন পার্থ
শূন্য কলসি বাজে বেশি। আগে দিল্লি, গুজরাত সামলাক। পরে বাংলার কথা চিন্তা করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বক্তব্যের জবাব এই ভাষাতেই দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ধর্মের ভিত্তিতে রাজনীতি পশ্চিমবঙ্গে হয় না বলে, স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল মহাসচিব।

অন্য কোথাওকার প্রভাব বাংলায় পড়বে না। ধর্ম, বর্ণ বলে সমাজ ভাগ এখানে হবে না। অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন, বন্দে মাতরমকে ভাগ করা যায় না। কোনও রাজ্যকে বঞ্চিত না করে সব রাজ্যকে সমান ভাবে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রের নামে বিজেপিতেই হোর্স পাইপের মতো টাকা ঢুকছে বলে মন্তব্য করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন করেন, চাটার্ড বিমানের টাকা আসছে কোথা থেকে।
নাম না করে মুকুল রায় প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এখান থেকে একটা পাগলা দাশু গিয়েছে। ওই সব শেখাচ্ছে। বিধানসভা হোক কিংবা লোকসভা, মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
তবে বিজেপি নেতা-কর্মীদের আন্দোলনে উজ্জীবিত করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন বুধবার। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা শুনে ভাল লাগছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা বিজেপিও স্মরণ করছে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, বিড়ালকে হাওয়া দিয়ে বাঘ বানানো যায় না।
রাজ্যের দুকোটি মানুষকে তৃণমূল ভোট দিতে দেয়নি বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি হয়ে যাওয়া মহেশতলা বিধানসভার উপনির্বাচনের প্রসঙ্গ তোলেন। তৃণমূল মহাসচিব বলেন, সেখানে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান প্রায় ৬২ হাজার।