For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেন এত ফেল! ব্যবস্থা নিতে আসরে এবার শিক্ষামন্ত্রী

কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেইসঙ্গে শিক্ষামন্ত্রী তলব করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্টারকে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পার্ট ওয়ানের ফলাফলে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর ফেল করার ঘটনায় হ্স্তক্ষেপ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ঘটনা নিয়ে যখন রাজ্যজুড়ে তোলপাড় চলছে, তখনই সামনে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। এবং সেইসঙ্গে শিক্ষামন্ত্রী তলব করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্টারকে।

ঐতিহ্যের বিশ্ববিদ্যালয়ে কেন এত ফেল! জানতে চান পার্থ

সোমবার বিকাশ ভবনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন আধিকারিককে নিয়ে আলোচনায় বসতে চেয়েছেন তিনি। পার্থবাবু এই বৈঠকে তাঁদের কাছে জানতে চাইবেন, কী কারণে এমন ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে। এত সংখ্যক পরীক্ষার্থীর ফেল করার কারণ কী? অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অনার্স পেপারে পাস করলেও, পাস সাবজেক্টে ডাহা ফেল করেছেন পরীক্ষার্থীরা। কীভাবে এই ঘটনা সম্ভব, কোথায় সমস্যা তা জানতে চান শিক্ষামন্ত্রী।

পার্থবাবু বলেন, এত বড় একটা ঘটনা, কিন্তু কর্তৃপক্ষ তাঁকে আগে কিছুই জানায়নি। এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তুলেছেন শিক্ষামন্ত্রী। সেই কারণেই তিনি কৈফিয়ৎ দাবি করবে সোমবারের বৈঠকে। সেইসঙ্গে তিনি জানতে চাইবেন, এবার থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। তার কোনও প্রভাব কি ফলাফলের উপর পড়ল, তাও জানতে চাইবেন পার্থবাবু।

উল্লেখ্য, এবার কলকাতা বিএ পার্ট ওয়ানের পরীক্ষায় ফেল করেন ৫৭ শতাংশ পরীক্ষার্থী। শুধু বিএ-তেই নয়, বিএসসি-তেও খারাপ ফল হয়েছে এবার। বিএসসি-তে ফেল করেছেন ২৯ শতাংশ ছাত্রছাত্রী। পাস ও অনার্স- দুই বিভাগেই এমন হতাশজনক ফলাফল হয়েছে এবার। বিএ পার্ট ওয়ান-এ সব মিলিয়ে পাসের হার ছিল ৪৩ শতাংশ, আর বিএসসি-তে পাশের হাত ৭১ শতাংশ।

এই ফলাফল প্রকাশের পরই শিক্ষামহলে শোরগোল পড়ে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়েই প্রশ্ন তোলেন অনেকে। প্রশ্ন উঠে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনের মান নিয়েও। এই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্টারের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। তাঁদের সোমবার ডেকে পাঠানো হয়েছে বিকাশ ভবনে।

English summary
Education Minister Partha Chatterjee conducts a meeting at Bikash Bhawan over fail issue of Calcutta University. He calls to VC and Register of CU.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X