For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএসসি মামলায় গ্রেফতার হতে পারেন, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ

এসএসসি মামলায় গ্রেফতার হতে পারেন, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ

Google Oneindia Bengali News

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবারই নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদবন করলেন পার্থ চট্টোপাধ্যায়।

এসএসসি মামলায় গ্রেফতার হতে পারেন, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাজিরার নির্দেশ জারির অদ্যাবধি পরেই প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশ বেঞ্চে যান। এদিনই এই মামলার শুনানি হবে। বিকেল সাড়ে তিনটেয় মামলার শুনানি হওয়ার কথা। এরপরই স্পষ্ট হয়ে যাবে পার্থ চট্টোপাধ্যায়কে এদিনই সিবিআই দফতরে হাজিরা দিতে হয়, নাকি ডিভিশ বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দেন।

এদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখেন। ফলে এসএসির সাত-সাতটি মামলা ফেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জানিয়ে দেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি সহযোগিতা না করেন তাহলে তাঁকেও হেফাজতে নিতে পারবে সিবিআই।

এরপরই তৎপরতা শুরু হয়ে যায়। পার্থ চট্টোপাধ্যায় কী পদক্ষপ নেন, তার দিকে সবার নজর গিয়ে পড়ে। এসএসসি সংক্রান্ত মামলা সরকার পক্ষ সুপ্রিম কোর্টে যেতে পারে, এমন কথাও শোনা যায়। তবে এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এই মামলা করেন তিনি। এখন এই মামলার রায়ের উপর নির্ভর করছে পার্থ চট্টোপাধ্যায়ের সিবিআই দফতরে হাজিরার বিষয়টি।

এদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করা হলেও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর আবেদন গ্রহণ করেনি বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। হরিশ ট্যান্ডন পরেশ অধিকারীর আবেদনটি শুনতে চাননি, তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। এখন দেখার পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন তিনি শোনেন কি না। বা এই মামলায় তিনি কী রায় দেন।

গত ১২ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবার এসএসসি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়তে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। তারপর তিনি ডিভিশন বেঞ্চে আপিল করেচিলেন। এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে। ফলে সাময়িক স্বস্তি পান। উল্লেখ্য, এদিন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এসএসির সবকটি মামলায় সিঙ্গল বেঞ্চে রায়কে বহাল রাখার পর ফের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।

English summary
Partha Chatterjee appeals in High Court against Single bench order of CBI appearance on SSC recruitment corruption case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X