For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ ধস ইএম বাইপাসে, চূড়ান্ত দুর্ভোগ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ধস
কলকাতা, ১৯ অগস্ট: মহানগরের ব্যস্ত রাস্তা ইএম বাইপাসে অফিস টাইমে ধস নামল। ভেঙে বসে গেল একদিকের রাস্তা। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ন'টা নাগাদ। পরে ভেঙে যাওয়া সড়কের ওপর মাটি ফেলে তাপ্পি দেওয়া হয়।

রাজ্যের বিস্তীর্ণ অংশের পাশাপাশি কলকাতার বিভিন্ন রাস্তার হাল এখন তথৈবচ। কোথাও পিচ উঠে রাস্তা কঙ্কালসার, কোথাও বড় গর্তে জল জমে থাকে বারো মাস, কোথাও আবার খোয়া উঠে মাটি বেরিয়ে গিয়েছে। ইএম বাইপাসের হাল এমনই। এ দিন সকালে টেগোর পার্ক-মনোবিকাশ কেন্দ্রের মধ্যবর্তী অংশে রাস্তার কিছুটা হঠাৎ ভেঙে বসে যায়। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ছুটে আসেন প্রশাসনের কর্তারা। অফিস টাইমে এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবে তীব্র যানজট হয়। পরে মাটি ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও আতঙ্ক কাটেনি। বর্ষায় মাটি নরম থাকায় স্বাভাবিকভাবেই ভারী গাড়ি যেতে পারবে না। তাই গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয় কসবা কানেক্টর দিয়ে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

নিত্যযাত্রীরা বলেন, দীর্ঘদিন ধরেই এই অংশে রাস্তার অবস্থা খুব খারাপ। আগে থেকে যদি প্রশাসন পদক্ষেপ নিত, তা হলে এই দশা হত না।

English summary
Part of EM Bypass collapsed during peak hour, traffic stalled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X