For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভায় দিলীপের দিকে তেড়ে গেলেন পরেশ, পাহাড় ইস্যুতে তুমুল বিতণ্ডা

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছিল বিধানসভায়। একে একে জড়ো হচ্ছিলেন বিধায়করা। তাঁদের মধ্যে নিছক আড্ডার পরিবেশ নিমেষে বদলে গেল ঘোর অশান্তিতে।

Google Oneindia Bengali News

পাহাড় ইস্যু পিছু ছাড়ল না রাষ্ট্রপতি নির্বাচনের দিনেও। বিধানসভায় ভোটগ্রহণের সময়ই প্রকাশ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক পরেশ পাল ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। পরেশ পাল বচসায় জড়ালেন মোর্চার তিন বিধায়কের সঙ্গেও। হাসি-মশকরার পরিবেশ নিমেষেই বদলে গেল ঘোর অশান্তিতে। তর্কাতর্কিতে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা।[আরও পড়ুন:পাহাড়ে অশান্তিতেও চিন-যোগ! উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন রাজনাথ সিংকে]

সোমবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছিল বিধানসভায়। একে একে জড়ো হচ্ছিলেন বিধায়করা। তাঁদের মধ্যে নিছক আড্ডার পরিবেশ ছিল এদিন। সবাই-ই প্রায় ছিলেন খোশ মেজাজে। এই সময়ই দিলীপ ঘোষ হাজির হলেন বিধানসভায়। সঙ্গে বিজেপি ও মোর্চার ছয় বিধায়ক।

বিধানসভায় দিলীপের দিকে তেড়ে গেলেন পরেশ, পাহাড় ইস্যুতে তুমুল বিতণ্ডা

তাঁদের দেখেই জ্বলে উঠলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। পাহাড়ে হিংসার জন্য দায়ী করলেন গোর্খা জনমুক্তি মোর্চাকে। সেইসঙ্গে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকেও আঙুল তুললেন তিনি। মোর্চার তিন বিধায়ক অমর রাই, রোহিত শর্মা, সরিতা রাইকে লক্ষ্য করে পরেশবাবু বলেন, 'পাহাড়ে আগুন লাগিয়ে এখন বিধানসভায় এসেছেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে।' এই সময় উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। মোর্চার তরফে পাহাড়ে অশান্তির জন্য দায়ী করা হয় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।[আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের কতজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা, জেনে নিন]

বিধানসভায় দিলীপের দিকে তেড়ে গেলেন পরেশ, পাহাড় ইস্যুতে তুমুল বিতণ্ডা

এরপরই আরও গলা চড়ান পরেশবাবু। তিনি এবার সরাসরি অভিযোগের আঙুল তোলেন বিজেপি বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দিকে। তাঁকে লক্ষ্য করে বলেন, 'এই যে দিলীপ ঘোষ। কোনও ভদ্রতা নেই। ভালো কথা বলতে জানেন না। কুরুচিপূর্ণ লোকেদের সঙ্গে ঘোরেন। এঁরাই আগুন লাগিয়েছেন পাহাড়ে। পাহাড়ের আগুনে ইন্ধন জুগিয়েছেন।'

এ প্রসঙ্গ বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন, 'বিধানসভায় এমন কাণ্ড ঘটতে কোনওদিনও দেখিনি। এক পার্টিরে বিধায়ক অন্য পার্টির বিধায়ককে এভাবে মুণ্ডপাত করেন। এই ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক।'

English summary
Paresh Paul and Dilip Ghosh have quarreled on hill issue in the assembly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X