For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার স্কুলে জামাতের নামে ক্যাম্প! হুমকি চিঠির জেরে অসুস্থ একাধিক শিক্ষক

স্কুলে হুমকি চিঠি যার জেরে পড়াশোনা ভেস্তে যেতে বসেছে ওয়াটগঞ্জের স্কুলে। প্রধান শিক্ষক-সহ ১৩ জন এই হুমকি চিঠি পেয়েছেন বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

স্কুলে হুমকি চিঠি যার জেরে পড়াশোনা ভেস্তে যেতে বসেছে ওয়াটগঞ্জের স্কুল খিদিরপুর অ্যাকাডেমিতে। প্রধান শিক্ষক-সহ ১৩ জন এই হুমকি চিঠি পেয়েছেন বলে সূত্রের খবর। চিঠি পাওয়ার পর থেকে পুলিশি তদন্ত শুরু করেছে। কিন্তু বারবার তদন্ত আর স্পেশাল ব্রাঞ্চের অফিসে ছোটাছুটির কারণে পড়াশোনা ব্যহত হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

 কলকাতার স্কুলে জামাতের নামে ক্যাম্প! হুমকি চিঠির জেরে অসুস্থ একাধিক শিক্ষক

শিক্ষক শিক্ষিকাদের অভিযোগ চিঠি পাওয়ার পর থেকে মানসিক সমস্যা তৈরি হয়েছে। অনেকেই ক্লাস নিতে পারছেন না। ছুটি নিয়েছেন। পুলিশি তদন্তে ছাত্রদের পড়াশোনায় ব্যাঘাত ঘটারও অভিযোগ উঠছে। কেননা যাঁদের নাম করে চিঠি দেওয়া হয়েছে তাঁদের সবাইকেই কোনও না কোনও দিন লর্ড সিনহা রোডে স্পেশাল ব্রাঞ্চেক অফিসে তদন্তে সহযোগিতার কারণে ছুটতে হচ্ছে।

এক শিক্ষক জানিয়েছেন, তাঁকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, খানাকুল থেকে ছেলেদের নিয়ে এসে স্কুলে জামাতের শিবির করছেন। পুলিশি তদন্তে সহযোগিতার জন্য তাঁকে
ছুটে হয়েছিল লর্ড সিনহা রোডে।

অপর এক শিক্ষক জানাচ্ছেন, তাঁর বিরুদ্ধে চিঠি এসেছে, তিনি নাকি মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছেন। তাঁর অভিযোগ বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর থেকে পুলিশি তদন্ত চলছে। কিন্তু যখন তখন স্কুলে পুলিশ আসায় পড়াশোনার ব্যাঘাত ঘটছে।

স্কুলের শিক্ষিকাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে চিঠিতে। এক শিক্ষিকা জানিয়েছেন, তাঁরা ক্লাসে গিয়ে পড়াতে পারছেন না। আগে এই ধরনের ঘটনা ঘটলেও, এখন তা বেড়েছে। ফলে শিক্ষকরা থানা এবং ডিআই অফিসে গিয়েছিলেন।

English summary
Panic in Watgunge school after getting threat letter, police starts investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X