For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনের! এখন কেন নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না কমিশন

মনোনয়নের পর আদালতে অ্যাডভান্টেজ পেয়েও ভোটের নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না নির্বাচন কমিশন। এখনও অনিশ্চয়তা কাটছে না রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের।

Google Oneindia Bengali News

মনোনয়নের পর আদালতে অ্যাডভান্টেজ পেয়েও ভোটের নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না নির্বাচন কমিশন। এখনও অনিশ্চয়তা কাটছে না রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের। পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ এখনও বন্দি বিতর্কে। এবার বিতর্ক ক'দফায় হবে ভোট? তাই নিয়ে রাজ্যের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমাধান সূত্র মেলেনি।

জট কাটছেই না পঞ্চায়েত নির্বাচনের! এখন কেন নয়া নির্ঘণ্ট জারি করতে পারল না কমিশন

[আরও পড়ুন: নিরাপত্তার বজ্র আঁটুনিতে কমিশনের রাশ ধরল আদালত, জট কাটছে না পঞ্চায়েত নির্বাচনের][আরও পড়ুন: নিরাপত্তার বজ্র আঁটুনিতে কমিশনের রাশ ধরল আদালত, জট কাটছে না পঞ্চায়েত নির্বাচনের]

রাজ্যের পঞ্চায়েত সচিব পার্থ দাস দু-দফায় বৈঠক করেছেন নির্বাচন কমিশনারের সঙ্গে। প্রথম দফায় রাজ্যের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কিন্তু সেই প্রস্তাবে সহমত হয়নি কমিশন। ৪৫ মিনিট ধরে আলোচনা করেও সমাধান সূত্র না মেলায় পঞ্চায়েত সচিব ফিরে যান নবান্নে। সেখানে মুখ্যসচিব মলয় দে-র সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও।

তারপর দ্বিতীয় দফায় বৈঠকেও গিয়েই পঞ্চায়েত নির্বাচনের নয়া নির্ঘণ্ট নিয়ে তোনও আলোর রেখা দেখা যায়নি। সিদ্ধান্ত হয় বুধবার সর্বদল বৈঠকের পর ফের রাজ্যের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন। তার আগে কমিশন ডিভিশন বেঞ্চের রায়ও জেনে যাবে। এ ব্যাপারে তাই ধীরে চলো নীতি নিতে চাইছে কমিশন।

হাইকোর্টের নির্দেশমতো মনোনয়ন জমা দেওয়ার অতিরিক্ত দিন ধার্য হয়েছে। তবে নয়া বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন, স্ক্রুটনি ও মনোনয়ন প্রত্যাহারের দিন ঘোষণার পরও নির্বাচনের নয়া নির্ঘণ্ট জারি করতে পারেনি কমিশন। সোমবার মনোনয়নে বিক্ষিপ্ত হিংসা রক্তপাতের ঘটনা ঘটেছে। তা নিয়ে বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়েছিল। সেই মামলার রায়দানের পর অবশ্য এদিনও নির্বাচন নিয়ে জট কাটল না।

রাজ্যের পঞ্চায়েত সচিবকে ডেকে এদিন দু-দফায় বৈঠক হওয়ায় আশা করা হয়েছিল নির্বাচনের নির্ঘণ্ট এদিনই প্রকাশ করা হবে। কিন্তু তাও হল না। বৈঠকের কোনও ইতিবাচক ফল মিলল না। ফলে আরও একদিনের অপেক্ষা। এখন ভোট ক-দফায় হবে না নিয়েই বিতর্ক চলছে।

রাজ্য চাইছে, রমজানের আগে ভোট করতে। সেরকম হলে এক দফাতে ভোটেও আপত্তি নেই রাজ্যে। কিন্তু আগে যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছিল তিন দফায়, তা এবারও জারি রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। প্রয়োজনে দু-দফায় করা যেতে পারে। কিন্তু এক দফায় ভোট করা যাবে না বলেই মনে করে নির্বাচন কমিশন।

[আরও পড়ুন:পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোটের প্রস্তাব গৌতমের, পত্রপাঠ স্বাগত জানিয়ে বার্তা অধীরের ][আরও পড়ুন:পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোটের প্রস্তাব গৌতমের, পত্রপাঠ স্বাগত জানিয়ে বার্তা অধীরের ]

English summary
Panchayat Election is till now uncertain despite of meeting between state and Commission. The meeting between state and Commission is totally fruitless
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X