For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মনোনয়ন সত্ত্বেও অনিশ্চিত পঞ্চায়েত নির্বাচন! আলোর রেখা কি পাবে রাজ্য-কমিশন

মনোনয়ন পর্ব ঠিকঠাক মিটল কি না, তা দেখেই নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। পঞ্চায়েত ভোট এখনও অনিশ্চিত হয়ে রয়েছে।

Google Oneindia Bengali News

এখনও মনোনয়নের উপর নির্ভর করে রয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। সোমবারই পঞ্চায়েত নির্বাচনের নয়া নির্ঘণ্ট প্রকাশ করা হবে কি না তা স্পষ্ট হবে বিকেল তিনটের পর। সোমবার মনোনয়ন পর্ব ঠিকঠাক মিটল কি না, তা দেখেই নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নেবে। পঞ্চায়েত ভোট এখনও অনিশ্চিত হয়ে রয়েছে। তার আরও একটা কারণ নির্বাচন কমিশনের শিয়রে রয়েছে বিজেপির আদালত-হুঁশিয়ারি।

মনোনয়ন সত্ত্বেও অনিশ্চিত পঞ্চায়েত নির্বাচন! আলোর রেখা কি পাবে রাজ্য-কমিশন

হাইকোর্টের নির্দেশমতো মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। নয়া বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন, স্ক্রুটনি ও মনোনয়ন প্রত্যাহারের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। সেইমতো সোমবার মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। বিক্ষিপ্ত হিংসার ঘটনাও ঘটেছে। যাতে এই মনোনয়ন অবাধ হয়ে, তা জানিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি লিখেছেন স্বয়ং নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার স্থির করেছেন, মনোনয়ন নির্বিঘ্নে সংঘটিত হলে রাজ্যের সচিবকে ডেকে চারেটর পর বৈঠক হবে নির্বাচন কমিশনে। তারপরই দিন চূড়ান্ত হতে পারে পঞ্চায়েত নির্বাচনের। নির্বাচন কমিশনার চাইছে রাজ্যের সঙ্গে বৈঠকের আগে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও একবার বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে।

সেই কারণে এদিন রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকের আগে সর্বদল বৈঠকের সম্ভাবনাও থাকছে। বিরোধীরা মনোনয়নে হিংসার অভিযোগ করেন কি না, সেই অভিযোগ কতটা মারাত্মক, তা খতিয়ে দেখতে চাইছে কমিশন। এবং তার জেরে বিরোধীরা বিশেষ করে বিজেপি ফের আদালতে যেতে পারে কি না, তা জেনে নিয়েই এগোতে চাইছে নির্বাচন কমিশন। কেননা বিজেপি আগে থেকেই আদালতে যাওয়ার রাস্তা খোলা রেখে দিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার আদালতের নির্দেশের পর তটস্থ হয়ে ওঠে নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই শুরু হয় একের পর এক বৈঠক। শনিবার দফায় দফায় বৈঠক শেষে নির্বাচন কমিশন মনোনয়নের অতিরিক্ত দিনের কথা ঘোষণা করেন এবং মনোনয়ন প্রত্যাহারের দিনক্ষণও স্থির হয়। কিন্তু পঞ্চায়েত ভোটের দিনস্থির করেনি কমিশন। এদিন মনোনয়নে নিশ্চিত হয়েই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবেন নির্বাচন কমিশনার।

শনিবারও রাজ্যের পঞ্চায়েত সচিব পার্থ দাসের সঙ্গে এক ঘণ্টা বৈঠক হয়েছিল। তারপরই নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়। এদিনও ফের রাজ্যের পঞ্চায়েত সচিবের সঙ্গে বৈঠকের কথা। তারপরই হয়তো পঞ্চায়েত নির্বাচন আলোর মুখ দেখতে পারে পাকাপাকিভাবে।

English summary
Panchayat Election is till now uncertain despite of extra nomination. Commission decides new notification of election date to see the situation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X