For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাহলে কবে হবে পঞ্চায়েত ভোট! আইনি গেরো খোলার পরও কি পথ পরিষ্কার হবে

নির্ধারিত সময়ে যে পঞ্চায়েত ভোট হওয়া অসম্ভব, তা একপ্রকার স্পষ্ট। এই অবস্থায় পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের আইনি জট এখনও কাটেনি। আবারও একদিন বর্ধিত হয়েছে পঞ্চায়েত মামলার শুনানি। পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য এখনও হাইকোর্টে ঝুলে রয়েছে। নির্ধারিত সময়ে যে পঞ্চায়েত ভোট হওয়া অসম্ভব, তা একপ্রকার স্পষ্ট। এই অবস্থায় পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

তাহলে কবে হবে পঞ্চায়েত ভোট! আইনি গেরো খোলার পরও কি পথ পরিষ্কার হবে

[আরও পড়ুন:শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল রাজ্য! নির্বাচনের মুখে নজিরবিহীন সিদ্ধান্তে বিতর্ক][আরও পড়ুন:শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল রাজ্য! নির্বাচনের মুখে নজিরবিহীন সিদ্ধান্তে বিতর্ক]

বর্তমান পরিস্থিতিতে বৃহস্পতিবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পঞ্চায়েত মামলার রায় জানালেও, এই আইনি লড়াই যে সেখানেই ইতি ঘটবে, তেমন কোনও লক্ষণ নেই। উল্টে এই লড়াই আর প্রলম্বিত হতে পারে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে লড়াই গেলেও আরও সময় অতিবাহিত হয়ে যাবে। এই অবস্থায় সমানে কড়া নাড়ছে রমজানের রোজা।

রমজানের রোজার সময় নিশ্চয় পঞ্চায়েত ভোট করতে চাইবে না রাজ্য। সেক্ষেত্রে ১৬ মে রমজান শুরু। এই রমজান মাস কাটিয়ে ভোট করতে গেলে পিছিয়ে যেতে হবে আরও একমাস। নতুন করে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে জুন মাসের মাঝামাঝি। আর ভোট শুরু হবে জুলাই মাসের মাঝামাঝি। ভোট শেষ করতে করতে ভরা বর্ষা। আগস্ট মাসে হবে নতুন পঞ্চায়েত গঠন।

বুধবার সকালে বিচারপতি সুব্রত তালুকদারের মামলায় ইতি টানার বিশেষ বার্তায় অনেকেই মনে করেছিল সব জট এদিন খুলে যেতে পারে। কিন্তু আদতে তা কাটল না। ফের বৃহস্পতিবারের সকালে শুরু হবে শুনানি। সেই শুনানি শেষে কোন পক্ষ কী অবস্থান নেয়, তার উপরই নির্ভর করবে পঞ্চায়েতের ভবিষ্যৎ। এখনও রমজানের আগে ভোট শেষ করার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আইনি লড়াই থামবে কি, সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।

[আরও পড়ুন:ভোটের জট খুলল না, পঞ্চায়েত মামলার রায়দান পিছনোয় বিপাকে রাজ্য সরকার][আরও পড়ুন:ভোটের জট খুলল না, পঞ্চায়েত মামলার রায়দান পিছনোয় বিপাকে রাজ্য সরকার]

English summary
Panchayat suit is not only problem to held on election in West Bengal. Panchayat Election can be delayed in August,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X