For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সকাল ৮ টায় গণনা শুরু, পঞ্চায়েত নির্বাচনের ফল কটায়, জেনে নিন বিস্তারিত

মাঝে মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার সকালে ৩৩০ টি কেন্দ্রে ভোটগণনা। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটায় স্ট্রং রুম খোলা হবে। আর সকাল আটটা থেকে শুরু হবে গণনা।

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার সকালে ৩৩০ টি কেন্দ্রে ভোটগণনা। কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে সাতটায় স্ট্রং রুম খোলা হবে। আর সকাল আটটা থেকে শুরু হবে গণনা। পুরো গণনার ভিডিওগ্রাফি করা হবে। দ্রুততার সঙ্গে গণনা শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।

সকাল ৮ টায় গণনা শুরু, পঞ্চায়েত নির্বাচনের ফল কটায়, জেনে নিন বিস্তারিত

প্রথমে গ্রামপঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি এবং সবার শেষে জেলা পরিষদের গণনা হবে। প্রত্যেকটি গণনা কেন্দ্রেই থাকছে ২০ টি করে টেবিল। সকাল নটা নাগাদ ভোটের প্রথম ফলের আশা করছে কমিশন। অন্যদিকে দুপুর দুটোর মধ্যে গ্রাম পঞ্চায়েতের পুরো ফল বেরিয়ে যাবে বলে আশাবাদী নির্বাচন কমিশন।

গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গণনার সময় প্রার্থী ছাড়াও তাঁর নির্বাচনী এজেন্ট থাকতে পারবেন। আর পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ক্ষেত্রে প্রার্থী, নির্বাচনী এজেন্ট ছাড়া, গণনার এজেন্ট থাকতে পারবেন।

গণনা কেন্দ্রে অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা।

English summary
Panchayat Counting will be started at 8am and first result will come at 9am
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X