For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বহু জায়গায় জলের নমুনায় জন্ডিসের জীবাণু, আশ্বাস মেয়রের! মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ

কলকাতায় পুরসভার ৯৯ ও ১০০ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ। এলাকা থেকে নেওয়া পুরসভার সরবরাহ করা জলের ১৪ টি মধ্যে ১২টিতেই জন্ডিসের জীবাণুপাওয়া গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় পুরসভার ৯৯ ও ১০০ নম্বর ওয়ার্ডে জন্ডিসের প্রকোপ। এলাকা থেকে নেওয়া পুরসভার সরবরাহ করা জলের ১৪ টি মধ্যে ১২টিতেই জন্ডিসের জীবাণু পাওয়া গিয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও জানিয়েছেন, আগামী সাতদিন যাদবপুর-বাঘাযতীনের বিভিন্ন এলাকা থেকে জলের নমুনা সংগ্রহ করা হবে।

বহু জায়গায় জায়গার জলের নমুনায় জন্ডিসের জীবাণু, আশ্বাস মেয়রের! মেনে চলুন চিকিৎসকদের পরামর্শ

প্রথমে খবর পাওয়া গিয়েছিল গাঙ্গুলিবাগান, রামগড়, বাঘাযতীন থেকে। এবার জন্ডিসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে যাদবপুর থেকেও। গত একমাসে এলাকার কমপক্ষে ৩০ জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। স্থানীয়দের অভিযোগ, প্রথমে পুরসভার তরফে বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হয়নি।

সবশেষে চাপ বাড়তে থাকায় বৃহস্পতিবার এলাকায় যায় পুরসভার চিকিৎসক দল। ইতিমধ্যেই এলাকায় বোতলবন্দী দল ছাড়াও সাধারণ জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের রক্তের রিপোর্টও সংগ্রহ করা হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন, যেসব অঞ্চলে জন্ডিসের প্রকোপ দেখা যাচ্ছে, সেই সব জায়গার জল ফুটিয়ে খান। এইসঙ্গে রাস্তার খাবার এবং জল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। দরকারে জলের জীবাণুনাশক সঙ্গে রাখতেও পরামর্শ দিচ্ছেন তাঁরা।

English summary
Out break of Jaundice in several wards of KMC. Jaundice particularly spreads in ward no 99and 100.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X