For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাপ্পাবাজির বাজেট বললেন সুজন, প্রতীকী অধিবেশনে মক বাজেটে প্রতিবাদ বিরোধীদের

ধাপ্পাবাজির বাজেট পেশ করেছে রাজ্য সরকার। বিধানসভার বাইরে প্রতীকী অধিবেশন করে তার প্রতিবাদ জানালেন বিরোধীরা। বিরোধী বাম ও কংগ্রেস বিধায়করা বিকল্প প্রস্তাব দিলেন মক বাজেট পেশ করে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : ধাপ্পাবাজির বাজেট পেশ করেছে রাজ্য সরকার। বিধানসভার বাইরে প্রতীকী অধিবেশন করে তার প্রতিবাদ জানালেন বিরোধীরা। বিরোধী বাম ও কংগ্রেস বিধায়করা বিকল্প প্রস্তাব দিলেন মক বাজেট পেশ করে। এই অভিনব প্রতিবাদে শুক্রবার দিনভর টানটান উত্তেজনা বিধানসভার ভিতরে-বাইরে।[দ্বিতীয় বার ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র?]

এদিন রাজ্য বাজেট পেশের পর তাঁর প্রতিক্রিয়ায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানালেন, পশ্চিমবঙ্গের সর্বনাশ করার জন্য এই বাজেট করা হয়েছে। এটা পুরোপুরি ধাপ্পাবাজির বাজেট। এই বাজেটে রাজ্যের মানুষের কেনও উন্নতি হবে নাষ বরং রাজ্যের ক্ষতিসাধন হবে।[রাজ্য বাজেট পেশের আগে কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রতিবাদ বিধানসভায় ]

ধাপ্পাবাজির বাজেট বললেন সুজন, প্রতীকী অধিবেশনে মক বাজেটে প্রতিবাদ বিরোধীদের

শুক্রবার বিধানসভায় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছেন, তখনই বিধানসভা কক্ষের বাইরে আম্বেদকর মুর্তির পাদদেশে বিকল্প বাজেট প্রস্তাব পেশ করা হয় বিরোধী বাম ও কংগ্রেস বিধায়কদের পক্ষ থেকে। মক বাজেটে সরকারকে নিশানা করা হয় বিরোধীদের পক্ষ থেকে। তৃণমূলের বেনামি সম্পত্তি নিয়ে আক্রমণ করা হয় প্রতীকী অধিবেশনে।[জনমুখী বাজেটে অর্থমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে সিপিএম-বিজেপিকে তুলোধনা মমতার]

এদিন আম্বেদকর মুর্তির পাদদেশ অভিনব এক প্রতিবাদের সাক্ষী হয়ে থাকল। একেবারে গোল করে তৈরি করা হয়েছিল বিধানসভার অধিবেশন কক্ষ। সেখানে স্পিকার থেকে থেকে শুরু করে সমস্ত আয়োজন ছিল একেবারে বিধানসভার ধাঁচে। নকন অধিবেশনে অর্থমন্ত্রী সেজে কংগ্রেস বিধায়ক সুখবিলান বর্মা বাজেট পেশ করেন। এই বাজেটে বিকল্প প্রস্তাব দেওয়া হয় সরকারের উদ্দেশে।[রাজ্য বাজেট ২০১৭ : পরিবেশ বান্ধব এই পণ্যগুলিকে ভ্যাটমুক্ত করল মমতা সরকার]

উল্লেখ্য, বিরোধী দলনেতা আবদুল মান্নানকে সাসপেন্ড, হেনস্থা থেকে শুরু করে রাজ্যের ধাপ্পাবাজির বাজেটের প্রতিবদে এদিন বিকল্প বাজেট পেশ করা হবে বলে ঘোষণা করেছিল বিরোধীরা। সেইমতো বাজেট অধিবেশন বয়কট করে বিধানসভার বাইরে নকল অধিবেশন করা হল।

English summary
Budget of bluff, said Sujan Chakraborty. Oppositions submitted mock budget in symbolic session to protest against state government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X