For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গাঁজার কেস দিতে প্রশাসনকে নির্দেশ অনুব্রত-র! কটাক্ষে রাহুল-সূর্য যা বললেন

প্রকাশ্যে আউশগ্রামের আইসি ও বর্ধমানের এসপিকে অনুব্রত মণ্ডলের নির্দেশ দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রকাশ্যে আউশগ্রামের আইসি ও বর্ধমানের এসপিকে অনুব্রত মণ্ডলের নির্দেশ দেওয়াকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলকেই গাঁজার কেসে ধরা উচিত বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা। কার অনুপ্রেরণায় অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

গাঁজার কেস দিতে প্রশাসনকে নির্দেশ অনুব্রত-র! কটাক্ষে রাহুল-সূর্য যা বললেন

প্রথমে আউশগ্রামের বিক্ষুব্ধ তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করানোর নির্দেশ। পরে এলাকারই বিজেপি নেত্রীকে গাঁজার কেস দিয়ে অ্যারেস্ট করানোর অনুব্রত মণ্ডলের নির্দেশকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।

কথোপকথনে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডারকে নির্দেশ দিতে শোনা যায়, 'ফাইভ ম্যান কমিটি থেকে যে ছেলেটাকে বাদ দিলাম, ওকে অ্যারেস্ট করিয়ে দে।' আবার বিজেপি নেত্রীকে গাঁজার কেসে অ্যারেস্টের নির্দেশও দেন অনুব্রত মণ্ডল। বলেন 'মোটা মেয়েটার কী নাম। শাড়ির ব্যবসা করে। সঙ্গীতা নাম। ওকে অ্যারেস্ট করিয়ে দে। বিজেপি করে, ওকে অ্যারেস্ট করিয়ে দে। গাঁজা কেসে ধরিয়ে দে।'

এর পরেই জেলার সহসভাপতি অভিজিৎ সিংহকে নির্দেশ দেন, 'আউশগ্রামের আইসিকে ফোনে ধর, বর্ধমানের এসপিকে ফোনে ধর। ধরিয়ে দিই।'

[আরও পড়ুন: প্রশাসনকে কাজে লাগিয়ে অনুব্রতর বিস্ফোরক নির্দেশের ভিডিও! চাঞ্চল্য রাজনৈতিক মহলে][আরও পড়ুন: প্রশাসনকে কাজে লাগিয়ে অনুব্রতর বিস্ফোরক নির্দেশের ভিডিও! চাঞ্চল্য রাজনৈতিক মহলে]

এর প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির নেতা রাহুল সিনহা বলেছেন, বোধ শক্তি হারিয়ে গাঁজা খোরের মতো কথা বলছেন অনুব্রত। তাই অনুব্রতকেই গাঁজার কেসে ধরা উচিত। রাজনৈতিক নেতা এধরনের কথা বলেন না বলে মন্তব্য করেছেন তিনি। কী ভাবে তাঁদের কর্মীদের ফাঁসানো হচ্ছে, তা এই নির্দেশ থেকেই পরিষ্কার বলেও মন্তব্য করেছেন রাহুল সিনহা।

[আরও পড়ুন:তাঁর কোনও বিপদ হলে দায়ী থাকবেন অনুব্রত! আর কী বললেন বিজেপি নেত্রী, ভিডিওতে দেখুন ][আরও পড়ুন:তাঁর কোনও বিপদ হলে দায়ী থাকবেন অনুব্রত! আর কী বললেন বিজেপি নেত্রী, ভিডিওতে দেখুন ]

অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন, কার অনুপ্রেরণায় অনুব্রত মণ্ডল এই ধরনের কথা বলছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত কোনও মামলা দায়ের করবে কিনা সেই প্রশ্ন তুলেছেন তিনি।

[আরও পড়ুন: হরিদেবপুরে প্যাকেটে মেলেনি মানব দেহাংশ! 'বিভ্রান্তি'তে মিলছে না অনেক প্রশ্নের উত্তর][আরও পড়ুন: হরিদেবপুরে প্যাকেটে মেলেনি মানব দেহাংশ! 'বিভ্রান্তি'তে মিলছে না অনেক প্রশ্নের উত্তর]

English summary
Opposition comments on threat of Anubrata Mondal at Bolpur party office
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X