For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লন্ডন হল কই! লন্ডভণ্ড হয়ে গেল কলকাতা, মমতার বিরুদ্ধে একসুর অধীর-দিলীপদের

কলকাতার লন্ডন হয়ে ওঠা আর হল না। বরং লন্ডনের বদলে লন্ডভন্ড অবস্থা হয়ে গিয়েছে তিলোত্তমার। কলকাতায় বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিরোধী দলের প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার লন্ডন হয়ে ওঠা আর হল না। বরং লন্ডনের বদলে লন্ডনভন্ড অবস্থা হয়ে গিয়েছে তিলোত্তমার। কলকাতায় বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর মিলে গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আওয়াজ এমনকী মুকুল রায়-রাহুল সিনহারাও গর্জে উঠলেন মমতার বিরুদ্ধে।

অধীর চৌধুরী

অধীর চৌধুরী

প্রদেশ কংগ্রেস সভাপতির বলেন, কলকাতায় একের পর এক বিপর্যয় ঘটছে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। তারপর বাগরি মার্কেটে বিধ্বংসী আগুন। যে আগুনের লেলিহান শিখায় শেষ পুরো মার্কেট। কিন্তু এত কিছুর পরও হেলদোল নেই রাজ্য সরকারের। এখনও টনক নড়েনি। আর কত বড় দুর্ঘটনা ঘটলে রাজ্য সরকারের টনক নড়বে। আসলে কলকাতাকে লন্ডন করার স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখছি, কলকাতা লন্ডভন্ড হয়ে যাচ্ছে।

অধীরের কমিশন খোঁচা

অধীরের কমিশন খোঁচা

অধীরবাবু এদিন রাজ্য সরকারকে দুর্ঘটনা নিয়ে কমিশন খোঁচা দেন। তিনি বলেন, একের পর এক দুর্ঘটনা ঘটছে। আর রাজ্য সরকার একটার পর একটা কমিশন বসাচ্ছে। আসলে এসব হচ্ছে সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য। এই যে বাগরি মার্কেটে আগুন লেগেছে, তা ধামাচাপা দেওয়ার জন্য ফের একটি কমিটি গঠন করা হবে। মুখ্যমন্ত্রী আগেই বলে দেবেন কেন দুর্ঘটনা, তারপর সেইমতো তদন্ত হবে।

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ

আগুন লাগার পিছনে চক্রান্ত রয়েছে। সব জেনেই কোনও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। চোখ বুজে রয়েছে পুলিশ। বাগরি মার্কেট অগ্নিকাণ্ডে রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপালেন দিলীপ ঘোষ। রাজ্য প্রশাসন চোখ বুজে রয়েছে বলেই বেনিয়ম বাড়ছে বলে তাঁর অভিযোগ। তবে তিনি শুধু তৃণমূল সরকারকেই নয়, দুষেছেন বাম সরকারকেও। গোটা ঘটনায় তিনি তদন্ত দাবি করেছেন।

মুকুল রায়

মুকুল রায়

শুধু দুঃখপ্রকাশ করেই দায় সারছেন মুখ্যমন্ত্রী। বাগরি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুললেন তাঁর এক সময়ের দোসর মুকুল রায়। বিজেপি নেতা মুকুল রায় বলেন, মুখ্যমন্ত্রী দুঃখপ্রকাশ করেই দায় সারছেন, আর দমকলমন্ত্রী ব্যস্ত পারিবারিক জীবন নিয়েই। আর নেভেনি আগুনও। এই ধরনের বিপজ্জনক ঘটনা বেড়েই চলেছে, কত মানুষের, কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হতে পারে তার পরিমাপ নেই।

রাহুল সিনহা

রাহুল সিনহা

বাগরি মার্কেটে আগুন লাগার পিছনে প্রোমোটারি চক্র থাকতে পারে। চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা রাহুল সিনহা। শুধু শটসার্কিটের জন্য আগুন লেগেছে বলে বিষয়টিকে সমাপ্ত করা যাবে না। পূর্নাঙ্গ তদন্ত চাই। দোষীদেরও শাস্তি দিতে হবে। আমরা মনে করি এই ঘটনার পিছনে প্রোমোটারি চক্র রয়েছে। তাই এই আগুন অন্তর্ঘাতের। মুখ্যমন্ত্রী কমিটি তৈরি করলেও, তা যে কাজ করেনি, তার প্রমাণ নন্দরাম মার্কেটের পর বাগরি মার্কেটেও বিধ্বংসী আগুন।

English summary
Opponent attack Mamata Banerjee and government on Bagri Market fire. A devastating fire destructs the full market,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X