For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাতসকালে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! হৈ হৈ কাণ্ড আলিপুর চিড়িয়াখানায়

অবশেষে চিড়িয়াখানা কর্মীদের তৎপরতায় এযাত্রায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে সিংহের আঘাতে ওই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। তাঁর শরীরের বেশ কিছু জায়গায় মিলেছে থাবার চিহ্নও।

  • |
Google Oneindia Bengali News

সাতসকালে সিংহের খাঁচায় ঢুকে বিপত্তি ঘটালেন এক ব্যাক্তি। অবশেষে চিড়িয়াখানা কর্মীদের তৎপরতায় এযাত্রায় প্রাণে বেঁচেছেন তিনি। তবে সিংহের আঘাতে ওই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তি। তাঁর শরীরের বেশ কিছু জায়গায় মিলেছে থাবার চিহ্নও।

সাতসকালে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি!

গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সিংহের এলক্লোজারের সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই ব্যক্তিতে। হঠাৎই এনক্লোজার বেয়ে উপরে উঠে জাল টপকে ভিতরে ঢুকে পড়েন তিনি।

তখন একটি সিংহ ছাড়া থাকায় তার আক্রমণের মুখে পড়েন ওই ব্যক্তি। তাঁকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিংহটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি চোখে পড়ে সিংহের দেখাভাল করেন যাঁরা, সেই কর্মীদের। তাঁদের একজন ওই ব্যক্তিকে সিংহের মুখ থেকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে যথেষ্টই আহত হয়েছেন তিনি।

তাঁকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। কিন্তু এই ঘটনায় ফের চিড়িয়াখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

দিন কয়েক আগেই সিংহের এনক্লোজারের সামনেই থাকা পাখির খাঁচা থেকে তিনটি বিদেশি পাখি চুরি হয়েছিল। সেই ঘটনার এখনও কিনাড়া সম্ভব হয়নি। এরই মাঝে সিংহের খাঁচার এক ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা ফের প্রশ্নের মুখে ফেলল চিড়িয়াখানার নিরাপত্তাকে।

যদিও এ বিষয়ে এখনও চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, আপাতত মনে হচ্ছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। কিন্তু তাতেও প্রশ্ন উঠছে, এত নিরাপত্তা, সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে ওই ব্যক্তি ঢুকে পড়লেন?

এমন একটি গুরুতর কাণ্ডের পর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে, তা স্পষ্ট। বছর কুড়ি আগে আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। এদিন সেই আতঙ্কই আবার ফিরল চিড়িয়াখানায়।

English summary
one person injured lion attack at kolkata alipore zoo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X