For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিষ্টি আর খাওয়া হল না! দমদম বিস্ফোেরণে শিশুর মৃত্যু তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জের,ইঙ্গিত বিরোধীদের

দমদম নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু হল একটি শিশুর। ৭ বছর বয়সী ওই শিশুর নাম বিভাস ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ স্থলের কাছেই খেলা করছিল শিশুটি।

  • |
Google Oneindia Bengali News

দমদম নাগেরবাজার বিস্ফোরণে মৃত্যু হল একটি শিশুর। ৭ বছর বয়সী ওই শিশুর নাম বিভাস ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ স্থলের কাছেই খেলা করছিল শিশুটি। বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। কেননা বিস্ফোরণে বারুদের কোনও গন্ধ ছিল না। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বিস্ফোরকটি ছিল সকেট বোম।

দমদম বিস্ফোরণে মৃত্যু শিশুর! তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জের, ইঙ্গিত বিরোধীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল শিশুটি। দেহের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছিল। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল আরজি কর হাসপাতালে। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। সেখানেই মৃত্যু হয় শিশুটির। শিশুটির মা আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম-এর বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে।

উন্নয়নের বিপক্ষে যাঁরা, তাঁরাই এই বিস্ফোরণের সঙ্গে জড়িত। এমনটাই দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

[আরও পড়ুন: বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের][আরও পড়ুন: বিস্ফোরণে তুবড়ে গেল দোকানের শাটার! গেরুয়া বাহিনীর দিকে অভিযোগ মমতার দলের পুরপ্রধানের]

রাজ্যটিকে জতুগৃহে পরিণত করা হয়েছে। নাগেরবাজার, কাজিপাড়া পরিচিত জায়গা। লন্ডনের দরকার নেই। স্বচ্ছ্ব, ঠান্ডা বাংলা কি উপহার দিতে পারবেন মুখ্যমন্ত্রী। নিরাপত্তা কি দিতে পারবেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। বিস্ফোরণে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের প্রতি ইঙ্গিত করেছেন তিনি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তৃণমূল পুরপ্রধান কী ভাবে বললেন তিনিই টার্গেট ছিলেন, প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী।

[আরও পড়ুন: দমদমের কাজিপাড়ায় শক্তিশালী বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ][আরও পড়ুন: দমদমের কাজিপাড়ায় শক্তিশালী বিস্ফোরণ! টার্গেট তিনিই, দাবি পুরপ্রধানের ]

কী ভাবে এলাকায় বিস্ফোরক জমা হল, পুলিশই বা কী করছিল, প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মী রঞ্জিত শূর। এর আগেও বীরভূমে শাসকদলের অফিসে বোমা বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন তিনি। রাজ্যের শাসকদলের প্রশ্রয় ছাড়া আদৌ এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে রঞ্জিত শূর।

দক্ষিণ দমদম পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুরসভার কর্মীর ছেলে বিভাস ঘোষ মায়ের সঙ্গে গিয়েছিল মিষ্টি কিনতে। তখনই বিস্ফোরণ হয়।

[আরও পড়ুন: বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম][আরও পড়ুন: বিজেপির 'নির্দেশে' বন্ধ হয়ে গেল দলের মুখপত্র! ক্ষমতা হারানোর পর প্রশ্নে সিপিএম]

English summary
One Child died in a Explosion in DumDum NagerBazar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X