For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উল্টোরথের দিনেই কলকাতায় মায়ের কোলে এল জগন্নাথ-বলরাম-সুভদ্রা

উল্টো রথযাত্রার পবিত্র দিনেই কলকাতার অ্যাপোলো হাসপাতালে এক মা তিন সন্তানের জন্ম দিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তিনজনকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বেশে সাজিয়েছে।

Google Oneindia Bengali News

আজ উল্টোরথ। পুরাণ মতে ১৫ দিন মাসির বাড়িতে কাটিয়ে ফিরে আসেন নিজ গৃহে। কিন্তু কলকাতার অ্যাপোলো হাসপাতালে এদিনই জন্ম নিলেন ভগবান জগন্নাথ ও তাঁর ভাইবোন বলরাম ও সুভদ্রা।

মায়ের কোলে এল জগন্নাথ-বলরাম-সুভদ্রা

গত শুক্রবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক গর্ভবতী মহিলা। রবিবার উল্টোরথের দিনই তাঁর লেবার পেইন শুরু হয়। ডাক্তাররা তাঁর অপারেশনের সিদ্ধান্ত নেন। এদিন তিনি জন্ম দিলেন একসঙ্গে তিন তিন জন সন্তানের।

তিনজন শিশুই সুস্থ আছে। সুস্থ আছে তাদের মাও। তবে হাসপাতালে এ নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে। এদিন উল্টোরথ উপলক্ষ্যে এমনিতেই হাসপাতালের কর্মী, নার্সদের মধ্যে একটা উৎসবের ছোঁয়া ছিল। তাই বেড়ে যায় এই তিন শিশুকে নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তাদের তিনজনকে সাজানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পোশাকে।

তিন ভগবানের নামেই তাদের তিনজনকে ডাকা হচ্ছে হাসপাতালে। বাড়ির লোকজনও খুব খুশি এমন পবিত্র দিনে ঘরে একসঙ্গে তিন তিনজন নবজাতকের আবির্ভাবে। আর হাসপাতালের উদ্যোগ নিয়ে তাঁরা বলছেন, 'এতদিন হাসপাতালে চিকিৎসার গাফিলতি হয় ইত্যাদি অভিযোগই শুনতাম, আজ দেখলাম হাসপাতালে এভাবে ভালবাসাও দেওয়া হয়। '

English summary
A Kolkata mother gave birth to a triplets in Apollo hospital On the holy day of Ulta Rath Yatra. The hospital authorities dressed the three baby's as the Lord Jagannatha, Balaram and Suvadra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X