For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৌরাত্ম্য চলছেই! গাঙ্গুলিবাগানে অটোর ধাক্কায় নিহত বৃদ্ধ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অটো
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: পুলিশি ধরপাকড়, মন্ত্রী হুঁশিয়ারি, কিছুতেই কাজ হচ্ছে না। ফের বেপরোয়া গতিতে ছুটে আসা অটোর ধাক্কায় নিহত হলেন এক বৃদ্ধ। গতকাল সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে কলকাতার গাঙ্গুলিবাগানে। অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধেবেলা চিত্তরঞ্জন সাহা নামে ওই অশীতিপর মানুষটি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় অন্য একটি অটোর সঙ্গে রেষারেষি করছিল আর একটি অটো। হঠাৎ সেটি সজোরে এসে ধাক্কা মারে চিত্তরঞ্জনবাবুকে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তার ওপর পড়ে যান। পথচারীরা ওই বৃদ্ধকে নিয়ে যান বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু রাতের দিকে তাঁর অবস্থা খারাপ হতে শুরু করে। তখন তাঁকে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মারা যান। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই পাটুলি থানার পুলিশ অভিযুক্ত অটোচালক কানাই ঢালিকে গ্রেফতার করেছে।

প্রসঙ্গত, এর আগেও অটোচালকরা বেপরোয়া আচরণের জন্য বারবার এসেছে খবরের শিরোনামে। বরানগরে একটি শিশু অটো থেকে পড়ে যাওয়ার পরও গাড়ি না থামানো, পার্ক সার্কাসে রড দিয়ে মেরে যাত্রীর মাথা ফাটিয়ে দেওয়া, তারাতলায় তরুণীর মুখে ঘুষি মারা ইত্যাদি ঘটনা ঘটেছে। গতকাল গাঙ্গুলিবাগানে যে ঘটনাটি ঘটেছে, অনুরূপ ঘটনা কয়েকদিন আগে ঘটেছিল পাশের এলাকা রামগড়ে। তখন এলাকার বাসিন্দারা অটো বন্ধ করে দিয়েছিলেন। অটো ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে শেষে স্থানীয় মানুষ ফের অটো চলাচলের অনুমতি দেন। কিন্তু তাতে যে আদৌ অটোচালকদের সম্বিত ফেরেনি, গতকালের ঘটনায় তা প্রমাণ হয়ে গেল।

English summary
Octogenerian killed by speeding auto, tension in South Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X