For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল না হয়েও অচল দশ টাকার কয়েন, নোট বাতিলের পর কয়েন সঙ্কট

নোট বাতিলের ক্ষত এখনও দগদগে। এখনও খুচরো সমস্যায় বিব্রত সাধারণ মানুষ। গোদের উপর বিষফোঁড়া, কয়েন নিয়ে কেলেঙ্কারি।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ নভেম্বর : নোট বাতিলের ক্ষত এখনও দগদগে। এখনও খুচরো সমস্যায় বিব্রত সাধারণ মানুষ। গোদের উপর বিষফোঁড়া, কয়েন নিয়ে কেলেঙ্কারি। দশ টাকার কয়েন কেউ নিতে চাইছেন না। এমনকী ব্যাঙ্কও মুখ ফিরিয়েছে। সাধারণ মানুষ এখন যাবেন কোথায়?

নোট নিয়ে জেরবার জনতার কাছে অনেকটা আশার আলো ছিল বহু কষ্টার্জিত জমানো দশ টাকার কয়েন। সেখানেও হানা। রাজ্যজুড়ে গেল গেল রব উঠেছে। রিজার্ভ ব্যাঙ্ক যতই জানিয়ে দিক, দশ টাকার কয়েন সচল, সে রুপি লেখা থাকুক বা না থাকুক। কিন্তু একবার যখন রটেছে দশ টাকার কয়েন অচল, কেউ সাহসই করছেন না দশ টাকার কয়েন নিতে। তাই বাজারে কার্যত অচলই রয়ে গিয়েছে দশ টাকার কয়েন। আমজনতার হয়রানি চলছেই। বাতিল নোটের পর কয়েনের ধাক্কায় জেরবার জীবন।

বাতিল না হয়েও অচল দশ টাকার কয়েন, নোট বাতিলের পর কয়েন সঙ্কট

সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়ে গিয়েছে 'দশ-কাহনে'র জেরে। সরকার বলছে ঠিকই কয়েন সচল, কিন্তু অচল-রটনায় দশের কয়েন হাতে এলেই ছ্যাঁকা লাগছে। বাজার হোক, বা যানবাহন, কোথাও কেউ নিচ্ছেন না দশ টাকার কয়েন। বিচিত্র দেশে সেলুকাসের সেই অমোঘ বাণীই ভেসে বেড়াচ্ছে। বাতিল না হয়েও অচল পয়সা।

রিজার্ভ ব্যাঙ্ক নিদান দিয়েছে কয়েন নিতে অস্বীকার করলে হাতে হাতকড়া পড়তে পার। তাতেও থোড়াই কেয়ার। কলকাতার এক স্টেট ব্যাঙ্কের শাখায় দশ টাকার কয়েন নিয়ে গিয়ে সঙ্কটে পড়লেন এক স্কুল শিক্ষকও। তাঁর নিয়ে যাওয়া দশ টাকার কয়েন জমা নেওয়া হয়নি। এক ছাত্রই ৫০টি দশ টাকার কয়েন দিয়েছিল, তা ব্যাঙ্কে গিয়েও জমা করতে পারছেন না শিক্ষক। এবার ব্যাঙ্কই তো অমান্য করছে সরকারি নিদান। আমজনতার সঙ্কট ত তীব্রতর হবেই।

English summary
Description: After cancellation of notes, obsolete coin of ten rupee. Retail-Crisis running in citizens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X