For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানাঘাট ধর্ষণ কাণ্ড : ঘৃণা নয়, নেশার ঘোরেই সন্ন্যাসিনীকে নিগ্রহ, জানাল অভিযুক্ত নজরুল

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ জুন : রানাঘাটে বৃদ্ধা সন্ন্যাসিনী ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত নজরুল ওরফে নজুকে বুধবার রাতে গ্রেফতার করেছেন সিআইডির আধিকারিকরা।

তারপর তাকে দফায় দফায় জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সিআইডি সূত্রে খবর, ধৃত নজরুল জানিয়েছে, সন্ন্যাসিনীকে ধর্ষণের কোনও উদ্দেশ্য ছিল না। কোনও ঘৃণা থেকে সে ধর্ষণের ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে সে। [দিল্লিতে গোপন জবানবন্দি দিলেন রানাঘাটে ধর্ষিতা সন্ন্যাসিনী]

রানাঘাট ধর্ষণ কাণ্ড : নেশার ঘোরেই সন্ন্যাসিনীকে নিগ্রহ


বাংলাদেশের নাগরিক নজরুলকে সিআইডি অফিসাররা শিয়ালদহ থেকে গ্রেফতার করেন। রানাঘাট সিস্টার ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের বয়ান অনুযায়ী, নজরুলই সেদিন রাতে ওই সন্ন্যাসিনীকে ধর্ষণ করেছিল। নজরুল গোয়েন্দাদের জানিয়েছে, সে নেশায় ঘোরে ছিল। সে ডাকাতি করতে গেলে বৃদ্ধা সন্ন্যাসিনী তাকে আটকান। ফলে বাধ্য হয়েই সে ধর্ষণের ঘটনা ঘটায়।

ঘটনায় জড়িত মূলচক্রী মিলন সরকার সহ পাঁচ জনকে আগেই গ্রেফতার করেছে পুলিস। নজরুলকে গ্রেফতারের ফলে ধৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬-য়ে। আরও দুই অভিযুক্ত এখনও অধরা পুলিশের হাত থেকে।

গত ১৩ মার্চ রাতে রানাঘাটের একটি কনভেন্টে স্কুলে ধর্ষিতা হন সত্তরোর্ধ্ব এক সন্ন্যাসিনী। সেই ঘটনায় সারা রাজ্যে এমনকী দেশে-বিদেশে প্রতিবাদ সংঘটিত হয়। পোপের প্রতিনিধি এসে দেখা করে যান নির্যাতিতার সঙ্গে। খ্রিস্টানদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলে খবর রটানো হয়।

তবে নজরুলের বক্তব্য শুনে পুলিশের মনে হচ্ছে এটা কোনও হিংসার ঘটনা নয়। কোনও রাগ থেকে এই ঘটান ঘটানো হয়নি, ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল মিলন সরকার, নজরুল সহ গোটা দলটি। তবে আরও সবদিক খতিয়ে দেখে তবেই সিআইডি চার্জশিট দাখিল করবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

English summary
Nun's rape was not a hate crime says alleged mastermind
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X