For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরেই বসেই এবার রিচার্জ করা যাবে মেট্রোর স্মার্ট কার্ড

  • |
Google Oneindia Bengali News

টালা ব্রিজ বন্ধের জেরে নিত্য নতুন সমস্যার মধ্যে পড়ছে কলকাতার পরিবহন ব্যবস্থা। একাধিক রুট বন্ধ হয়ে যাওয়ায় চাপ বাড়ছে মেট্রো পরিষেবা। দীর্ঘায়িত হচ্ছে টিকিট কাটার লাইন। তবে স্মার্ট কার্ড ব্যবহার করা যাত্রীদের জন্য এবার সুখবর নিয়ে এলো কলকাতার মেট্রো।

দু মাসের মধ্যেই অনলাইন রিচার্জ পরিষেবা চালু কলকাতা মেট্রোর


আগামী দুমাসের মধ্যে এবার বাড়িতে বসেই এবার রিচার্জ করা যাবে মেট্রোর স্মার্ট কার্ড। সূত্রের খবর নতুন বছরের শুরু থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রোর নতুন অনলাইন রিচার্জ পরিষেবা। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম (ক্রিস)-এর জন্য প্রয়োজনীয় মোবাইল অ্যাপ তৈরির কাজও ইতিমধ্যে সেরে ফেলেছে বলে জানা যাচ্ছে। তবে আইআরসিটিসি, মেট্রো রেল ও ক্রিসের মধ্যে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত কিছু জটিলতা কাটলেই যাত্রীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানা যাচ্ছে।

কলকাতা মেট্রোর প্রধান অপারেশন ম্যানেজার সাত্যকি নাথ এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে বলেন, “ যতক্ষণ অ্যাপের মাধ্যমে পাকাপাকি ভাবে পুরো প্রক্রিয়াটার কাজ শুরু হচ্ছে তার আগে বর্তমানে কম্পিউটারের মাধ্যমেও মেট্রো কার্ড গুলি রিচার্জ করা যাবে। এর জন্য কলকাতা মেট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কেউ তার নির্দিষ্ট কার্ড নম্বর ও ও পেমেন্ট গেটওয়ে ঠিক করলেই সহজেই ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তার মেট্রো কার্ডটি রিচার্জ করতে পারবেন ঘরে বসেই।”

এই নতুন পদ্ধতির উদ্ভাবনার ফলে অনেক মেট্রো যাত্রীই এবার নতুন করে স্মার্ট কার্ড ব্যবহারের জন্য উত্সাহ পাবে বলে মনে করছেন মেট্রো রেলের আধিকারিকেরা। এখন মেট্রোয় নিত্যযাত্রীদের প্রায় ৫০ শতাংশ স্মার্ট কার্ড ব্যবহার করেন। নতুন ব্যবস্থা চালু হলে কাউন্টারে যাত্রীদের ভিড় কমবে বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি মেট্রোর কার্ডের প্রচলন বৃদ্ধি পেলে প্রত্যেক মাসে হাজার হাজার মেট্রোর টোকেন হারিয়ে যাওয়ার ঘটনাতেও কিছুটা রাশ টানা যাবে বলে মনে করছেন কলকাতা মেট্রোর বিশেষজ্ঞরা।

English summary
Kolkata Metro launches online recharge service within two months
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X