For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও বিশেষ নজর দিচ্ছে সিবিআই

রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে নানা সময়ে সুবিধা নেওয়ার পাশাপাশি সমাজের উচ্চ মহলের বহু ব্যক্তি দামী উপঢৌকন নিয়েছেন। এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও তাই বিশেষ নজর দিচ্ছে সিবিআই।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ জানুয়ারি : রোজভ্যালি চিটফান্ড কাণ্ড নিয়ে বিশেষ তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে সিবিআই। সারদা কাণ্ডের মতোই রোজভ্যালি চিটফান্ড কাণ্ডেও রাজ্যের বহু প্রভাবশালী নেতা জড়িয়ে রয়েছেন বলে দাবি করেছে সিবিআই। নানা সময়ে এরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিবিআইয়ের থেকে টাকা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েছেন।

পাশাপাশি আরও একটি বিষয়ে নজর দিয়েছে সিবিআই। তদন্তকারীরা জানতে পেরেছে, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর কাছ থেকে নানা সময়ে সুবিধা নেওয়ার পাশাপাশি সমাজের উচ্চ মহলের বহু ব্যক্তি দামী উপঢৌকন নিয়েছেন।

এবার রোজভ্যালির উপঢৌকন প্রাপকদের দিকেও বিশেষ নজর সিবিআইয়ের

এবার সেই উপঢৌকন প্রাপকদের তালিকা তৈরি করে তা নিয়ে আধিকারিকেরা নেড়েচেড়ে দেখবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। সেই সূত্র ধরে আরও বেশি কিছু নাম এই কাণ্ডে উঠে আসতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা। তবে এখনই এই নিয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা।

প্রসঙ্গত, রোজভ্যালি কাণ্ডে তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পরে আর কোন কোন প্রভাবশালী নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে তার তালিকা তৈরি করতে ব্যস্ত সিবিআই। এবার উপঢৌকন নিয়ে তদন্ত করলে নেতা-মন্ত্রী ছাড়া সমাজের আর কোন কোন ক্ষেত্রের ব্যক্তিরা এই তালিকায় চলে আসবেন তা সময়ই বলবে।

English summary
Now CBI eyeing on celebs who got handsome gifts from Rose Valley owner Goutam Kundu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X