For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নয়, কেন্দ্রে বিকল্প তৃণমূলই, ব্রিগেডে বললেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা
কলকাতা, ৩০ জানুয়ারি: কংগ্রেস দুর্নীতিগ্রস্ত। বিজেপি খারাপ। সিপিএম গুন্ডা। ওরা আজ একজোট। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওরা শুধু কুৎসা রটাচ্ছে। লোকসভা ভোটে এর জবাব দিতে হবে। দিল্লিতে আনতে হবে পরিবর্তন। বৃহস্পতিবার ব্রিগেডে দাঁড়িয়ে জনসমুদ্রের উদ্দেশে এ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্রিগেডে ভিড় হয়েছিল ভালোই। তৃণমূল নেতারা তো বটেই, হাজির ছিলেন দেব, সন্ধ্যা রায় প্রমুখ শিল্পীরাও। ছিলেন মহাশ্বেতা দেবী। সভার শুরুতে মহাশ্বেতা দেবী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর আস্থা আছে। তিনি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন, এটাই কাম্য। সন্ধ্যা রায়, দেব প্রমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠা মাত্র বিপুল হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান মানুষ।

ভাষণের শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক। বলেন, "অনেক হয়েছে। আর নয়। এবার দিল্লিতে বদল চাই। ওরা সব কিছুর দাম বাড়িয়েছে, শুধু মানুষের প্রাণের দাম ছাড়া। দিল্লিতে পারিবারিক শাসনের অবসান ঘটাতে হবে। তা বলে আমরা এমন কাউকে চাই না দিল্লিতে, যার গায়ে দাঙ্গার কলঙ্ক লেগে আছে। ধর্মীয় সুড়সুড়ি দিয়ে মানুষে মানুষে বিভাজন করা আমাদের কাজ নয়।" সিপিএমের উদ্দেশেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বলেছেন, "সিপিএমের তিনটে গুণ। লুঠ, গুন্ডা, মানুষ খুন। ওরা ভুলে গিয়েছে আনন্দমার্গীদের পুড়িয়ে মারার ঘটনা, অনিতা দেওয়ানের ধর্ষণ, বানতলা, ধানতলা, গোঘাট, ভাঙরের ঘটনা? মেয়েদের বিরুদ্ধে যারা অপরাধ করে, আমরা তাদের প্রশ্রয় দিইনি, দেবও না। আসুন, এগিয়ে চলি। ধর্ষণ, হিংসা, খুন এ সব এখন অতীত।"

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "লোকসভা ভোটে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে গোহারা হারান।" তা হলে কেন্দ্রে বিকল্প কী হবে? নিজেই সেই জবাব দিয়েছেন। বলেছেন, "বিজেপি কংগ্রেসের বিকল্প নয়। বিকল্প তৃণমূল।" অর্থাৎ বোঝা গেল, লোকসভা নির্বাচনে তৃণমূল একলা চলবে। এদিনের ব্রিগেড থেকে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

English summary
Not BJP, TMC is the only alternative to Cong, says Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X