শহরে বাড়িতেই জালনোটের ছাপা খানা! কী বলছে অভিযুক্তির পরিবার
বাড়িতে জালনোটের ছাপাখানা। উত্তর ২৪ পরগনা পুলিশ বরাহনগরের ওই বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করেছে কৃষ্ণ পোড়ে ও তার সহযোগী অর্ঘ্য সাহাকে।

স্থানীয় এক দোকানের মাধ্যমেই জালনোটের কারবার প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বরাহনগরের কালীমাতা লেনের এক দোকানে কিছু জিনিস কিনে ২০০ টাকার নোট দেয় ওই যুবক। পরে অপর একটি দোকানে গিয়ে ২০০ টাকার নোট ভাঙাতে গিয়ে ধরা পড়ে যায় কৃষ্ণ। যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন ওই দোকান মালিক। পুলিশের জেরায় বাড়িতেই জালনোট ছাপানোর বিষয়টি সামনে আসে। বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত করে। বাড়ি থেকে বেশ কিছু জালনোট উদ্ধার করেছে পুলিশ।
অভিযুক্ত কৃষ্ণ পোড়ের মা জানিয়েছেন, ছেলের বয়স বছর একুশ। সদ্য পড়াশোনা শেষ করে বাবাকে বলে অফসেট প্রিন্টিং মেশিন কিনে দিতে। বাড়িতেই সে কাজ করবে। সরল বিশ্বাসে বাবাও তা কিনে দেন মাস দুয়েক আগে। এরপর থেকেই সেখানে চলতে ছাকে নতুন ৫০০, ২০০ ও ৫০ টাকার নোট ছাপানোর কাজ।