For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য সরকারের সিদ্ধান্তহীনতায় বাংলা ছাড়তে পারে বিরক্ত ইনফোসিস

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৪ জানুয়ারি: এবিজি গোষ্ঠী গিয়েছে। জিন্দলরাও ভেগেছে। এ বার পশ্চিমবঙ্গ থেকে পাততাড়ি গোটাতে চাইছে ইনফোসিস। নিউ টাউনে জমি পেলেও রাজ্য সরকারের বাধার কারণে কাজ শুরু করতে পারছে না তারা। তাই বিরক্ত ইনফোসিস সেই জমি ফিরিয়ে দিয়ে তল্পিতল্পা গোটাতে চায় বলে খবর।

নিউ টাউনে প্লট নম্বর ৩জি/২ রয়েছে ইনফোসিসের কাছে। পুরোটাই ফাঁকা জমি। আয়তন ৫০ একর। এখানে একটি এসইজেড (স্পেশাল ইকনমিক জোন) তৈরি করতে চান ইনফোসিসের কর্তারা। কিন্তু স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসইজেড নিয়ে নীতিগতভাবে আপত্তি জানিয়েছেন। গত ৭ জানুয়ারি গ্লোবাল বিজনেস সামিটে এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন ইনফোসিস কর্তারা। কিন্তু এসইজেড-এর কথা উঠতেই বেঁকে বসেন মমতা। সংস্থার তরফে মুখ্যসচিব সঞ্জয় মিত্রর সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তিনি বলে দেন, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ফলে 'অপমানিত' ইনফোসিস ঠিক করেছে, খুব শীঘ্র জট না ছাড়লে তারা ওই জমি ফিরিয়ে দিয়ে প্রকল্পই বাতিল করে দেবে।

কক

নিউ টাউনের ওই জমি ইনফোসিসকে দেওয়া হয়েছিল ২০১০ সালে। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আগ্রহে সাড়া দিয়েই সংস্থাটি এখানে বিনিয়োগ করতে রাজি হয়। কিন্তু ক্ষমতা বদলের পর থেকে একচুলও কাজ এগোয়নি।

English summary
No solution yet, Infosys may go out of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X