For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আশা ছেড়েছেন দিলীপ ঘোষ! শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির

শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে থাকা নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে থাকা নিয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসে কেউই আর সুরক্ষিত নয়। সেই জন্যই হয়ত এই নিরাপত্তা বন্দোবস্ত।

'তৃণমূলে কেউই সুরক্ষিত নয়'

'তৃণমূলে কেউই সুরক্ষিত নয়'

তৃণমূলে কেউই আর সুরক্ষিত নয়। শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য সরকারের নিরাপত্তা দেওয়া নিয়ে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, বিজেপিতে তাঁর নিরাপত্তা অভাব বোধ করেনি।

শোভনকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা

শোভনকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা

একবছর আগেও শোভন চট্টোপাধ্যায় ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন। সেই সময় তিনি ছিলেন কলকাতার মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার অন্যতন সদস্য। এরপর হুগলি বদী দিয়ে নেক জল গড়িয়েছে. শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী ও মেয়র পদে ইস্তফা দেন। তারপরই তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়। পরবর্তী সময়ে ১৪ অগাস্ট তিনি বিজেপিতে যোগ দেন। সম্প্রতি তিনি ভাইফোঁটা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন। তারপরেই তাঁর ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা ফেরানোর কথা জানানো হয়।

'১ টাকায় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন'

'১ টাকায় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন'

শুক্রবারই শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, রাস্তা থেকে মাত্র ১ টাকায় কুড়ি পাওয়া নেতা। এই মন্তব্য করে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা দেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের সাফাই

দিলীপ ঘোষের সাফাই

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পরিস্থিতি তৈরি হওয়ায় খানিকটা বিপাকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অবশ্য কিছুটা সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, কোনও দায়িত্বের কথা হয়নি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি কোনও সক্রিয় কাজেও যুক্ত ছিলেন না। দলের কোনও কর্মসূচিতে ছিলেন না।

English summary
No one is protected in TMC, Dilip Ghosh told on Sovan Chatterjee's security by State Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X