For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভর্তির প্রয়োজন নেই, মানসিক চাপ নেই', অনুব্রতকে পরীক্ষার পর জানিয়ে দিল মেডিকেল বোর্ড

'ভর্তির প্রয়োজন নেই, মানসিক চাপ নেই', অনুব্রতকে পরীক্ষার পর জানিয়ে দিল মেডিকেল বোর্ড

Google Oneindia Bengali News

'আগের থেকে ভাল আছেন, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, মানসিক চাপ নেউ', ঘণ্টা খানেক মেডিকেল বোর্ড পরীক্ষা করেই জানিয়ে দিলেন এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড। এক প্রকার অনুব্রতর দায় ঝেড়ে ফেলল এসএসকেএম। তহলে কি আজই নিজাম প্যালেসে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভর্তির প্রয়োজন নেই

ভর্তির প্রয়োজন নেই

হাসপাতালে ভর্তির প্রয়োজন েনই। আগের থেকে ভাল আছেন। মানসিক চাপ নেই। কিছু ক্রনিক সমস্য রয়েছে তেমন কিছু নেই। প্রায় ঘণ্টা দেড়েক অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষার পর স্পষ্ট জানিয়ে দিয়েছে মেডিকেল বোর্ড। ৭ জন সদস্যের মেডিেকল বোর্ড আজ অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে। উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর ঘর তৈরি রাখা হয়েছিল। এক কথায় অনুব্রতর দায় ঝেড়ে ফেলল এসএসকেএম। পার্থ কাণ্ডের পর থেকে এসএসকেএমের ভাবমূর্তি িনয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারপরেই ইডি-সিবিআইয়ের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে এসএসকেএম।

দায় এড়াল এসএসকেএম

দায় এড়াল এসএসকেএম

পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এসএসকেএম হাসপাতালকে। জোকা ইএসআই পার্থ চট্টোপাধ্যায়কে সুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর এসএসকেএম হাসপাতাল অসুস্থতার কথা বলেছিল। তারপরেই এসএসকেএমের সার্টিফিকেটরে চ্যালেঞ্জ জািনয়ে হাইকোর্টে আবেদন জািনয়েছিল ইডি। তারপরেই ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করােনা হয়। সেখােন সম্পূর্ণ সুস্থ বলে জানানো হয়েছিল পার্থকে। তারপরেই এসএসকেএমের ভাবমূর্তি আঘাত আসতে শুরু করে। সেকারণে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে একটু বেশিই সচেতন ছিলেন এসএসকেএমের চিকিৎসকরা।

এবার কোন পথে অনুব্রত

এবার কোন পথে অনুব্রত

অসুস্থতার কথা জানিয়ে পর পর ৯ বার সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এবারও সেই স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার নাম করেই হাজিরা এড়িয়েছেন তিনি। কিন্তু এবার সিবিআই কড়া। তাঁরা অনুব্রত মণ্ডলকে জেরা করতে মরিয়া। আজই তাঁকে হাজিরা দিতে বলেছে সিবিআই। এসএসকেএম হাসপাতালের এই ক্লিনচিট এক প্রকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে অস্ত্র তুলে দিয়েছে। এবার কী করবেন কেষ্ট। সোজা চিনারপার্কের বাড়িতে না নিজাম প্যালেসে যাবেন কেষ্ট সেদিকেই তাকিয়ে সকলে।

গরুপাচারকাণ্ডে জাল গোটাচ্ছে সিবিআই

গরুপাচারকাণ্ডে জাল গোটাচ্ছে সিবিআই

গরুপাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডলের চারপাশে জাল গোটাতে শুরু করেছে সিবিআই। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষার দিনেই আসানসোলের সিবিআই আদালতে জমা দিল গরুপাচার কাণ্ডের সাপ্লিমেন্টারি চার্জশিট। তাতে কেষ্টর দেহরক্ষীর ১৫০ কোটির সম্পত্তির হিসেব দেওয়া হয়েছে। তাতে সায়গলের ৪৯ সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নাম রয়েছে। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই তথ্য িনশ্চয় চাপ তৈরি করবে অনুব্রত মণ্ডলের উপরে।

সায়গলের ৪৯টি সম্পত্তির ডিডে অনুব্রত ও তাঁর আত্মিয়দের নাম, সিবিআইয়ের চার্জশিট চাপ বাড়ল কেষ্টরসায়গলের ৪৯টি সম্পত্তির ডিডে অনুব্রত ও তাঁর আত্মিয়দের নাম, সিবিআইয়ের চার্জশিট চাপ বাড়ল কেষ্টর

English summary
No need to admit in hospital SSKM hospital of Anubrata Mandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X