For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুচরোর বদলে বাসে কুপন নয়, বলল কলকাতা হাই কোর্ট

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২১ জানুয়ারি: খুচরো পয়সা নেই, এই অজুহাত বাসে বা দোকানে কাউকে কুপন ধরিয়ে দেওয়া যাবে না। উপযুক্ত ব্যবস্থা নিতে হবে রিজার্ভ ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ককে। তারাই দেখুক, খুচরো পয়সার সঙ্কট কাটিয়ে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

বাসভাড়া দেওয়ার সময় খুচরো না থাকলে প্রায়শই যাত্রীদের কুপন ধরিয়ে দেয় কন্ডাক্টররা। ধরা যাক, আপনার ভাড়া সাত টাকা। আপনি দশ টাকার একটা নোট কন্ডাক্টরকে দিলেন। তিন টাকা খুচরো নেই, এই অজুহাতে সে আপনাকে টিকিটের সঙ্গে একটি কুপন দিয়ে দিল। ওই কুপন পরে একই রুটের বাসে দেখিয়ে যাওয়া যাবে।

ককক

কলকাতা ও শহরতলির বিভিন্ন বাসরুটে দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলছে। এ নিয়ে যাত্রীদের একাংশের সঙ্গে বিস্তর গণ্ডগোলও হয়েছে কন্ডাক্টরদের। কিন্তু কোনও সুরাহা হয়নি। অভিযোগ ওঠে, আর্থিক লেনদেন-সংক্রান্ত এমন কুপন চালু করতে গেলে প্রশাসনের অনুমতি লাগে। অথচ বাসমালিকরা নিজেদের ইচ্ছে মতো তা চালু করেছেন।

এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্ট বলেছে, কুপন ব্যবস্থার অবসান ঘটাতে হবে। এভাবে কুপন দিয়ে ব্যবসা চালানো যায় না। খুচরো পয়সার আকাল রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা মেটাতে উপযুক্ত পদক্ষেপ নিক রিজার্ভ ব্যাঙ্ক।

English summary
No coupons instead of coins, orders Calcutta High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X