For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে ব্যবসা বরদাস্ত নয়, পরিষেবাকে অগ্রাধিকার দিতে হবে, বার্তা দেবেন মুখ্যমন্ত্রী

চিকিৎসা ক্ষেত্রে ব্যবসা বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী। বুধবার টাউন হলের বৈঠকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তাদের কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ ফেব্রুয়ারি : চিকিৎসা ক্ষেত্রে ব্যবসা বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রী। বুধবার টাউন হলের বৈঠকে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তাদের কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার যে রোগীদের নিয়ে ব্যবসা মানবে না তা স্পষ্ট করে দেবেন তিনি।[ভাঙতে ভাঙতে গড়তে ভুলে গিয়েছিল বাংলা, মন কলূষমুক্ত করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতার]

মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে নতুন আইন আনতে চাইছেন। সেই কারণে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন সব দিক খতিয়ে নতুন কী আইন আনা যায়, সে ব্যাপারে দিক নির্ণয় করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইবেন, কেন বারবার তাঁদের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে? কেন চিকিৎসা ব্যবস্থাকে পরিষেবা হিসেবে দেখতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ?["সোয়াইন ফ্লু হয় মশার কামড় থেকে" : মমতা বন্দ্যোপাধ্যায়]

হাসপাতালে ব্যবসা বরদাস্ত নয়, পরিষেবাকে অগ্রাধিকার দিতে হবে, বার্তা দেবেন মুখ্যমন্ত্রী

প্রশ্নবাণ তৈরিই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, তা প্রয়োগ করবেন মুখ্যমন্ত্রী। কেন ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট অ্যাক্ট মেনে চালানো হচ্ছে না হাসপাতাল তা জানতে চাইবেন হাসপাতাল কর্তাদের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ ওঠে, একরকম পাকেজ দেখানো হয়, চিকিৎসা অন্তে অন্যরকম বিল ধরানো হয়। তা দেখে সুস্থ রোগী আবার অসুস্থ হয়ে পড়েন। এই বেশি টাকা নেওয়ার ব্যাপারে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী।[রাজ্য মন্ত্রিসভায় রদবদল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার]

মুখ্যমন্ত্রী মমতা বলবেন, ব্যবসা নয়, রোগীদের স্বার্থ সবার আগে। সেই স্বার্থ মেনেই কাজ করতে হবে। না হলে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকে পাত্তাড়ি গোটাতে হবে। পরিষেবার বালাই নেই, শুধু পকেট কাটার ব্যবস্থা মানবে না তাঁর সরকার।['ভেঙে দিন গুঁড়িয়ে দিন এবার তুলে দিন', ভাঙচুরের ঘটনায় বিরোধীদের কড়া বার্তা মমতার]

English summary
No businesses in hospital, services should be priority, Chief Minister Mamata Banerjee will say today at town hall.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X