For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বাধা হব না! পরীক্ষার্থীদের আশ্বাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে সেই সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চলছে আবেদন প্রক্রিয়াও। আর এর মধ্যেই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজি

  • |
Google Oneindia Bengali News

প্রায় ১১ হাজার শূন্যপদে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যে সেই সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চলছে আবেদন প্রক্রিয়াও। আর এর মধ্যেই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। একটি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধের পক্ষে একেবারেই নন।

পরীক্ষার্থীদের আশ্বাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বলে রাখা প্রয়োজন, নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। একের পর এক মামলায় নিয়োগ প্রক্রিয়া ফের কি একবার থমকে যাবে? এমন একটা আশঙ্কা তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের। সেখানে দাঁড়িয়ে আশ্বাস দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক একটি মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

আর সেখানেই বিচারপতির মন্তব্য, চাকরিপ্রার্থীদের স্বার্থের কথা ভেবেই কোনও মতে বাধা হয়ে দাঁড়াবেন না। আর তাতে লক্ষাধিক চাকরি প্রার্থী স্বস্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। ওই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছেন, 'আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াযতে বাধা হবে না।

এমনকি হস্তক্ষেপ করবেন না বলেও তাৎপর্যপূর্ণ বার্তা বিচারপতির। তবে কোনও গুরুতর ক্ষেত্রে মামলা হলে তা চলবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্ত্য এতে নিয়ইগ প্রক্রিয়া কোনও ভাবেই থমকে যাবে না আশ্বাস দিয়েছেন তিনি। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কাছে চাকরি প্রার্থীদের স্বার্থ আগে! আর সেই কারণে বাধা হবেন না বলেই বার্তা আদালতের।

এই প্সঙ্গে কথা বলতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চাওয়া-পাওয়ার বিষয় জড়িয়ে রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে। চাকরি পাওয়াটা খুবই প্রয়োজন বলেও জানান তিনি। তবে স্বচ্ছ এবং নিরপেক্ষা ভাবে এই প্রকিয়া পর্ষদ চালাতে পারে সেদিকেই নজর দেওয়ার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এহেন বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বলে রাখা প্রয়োজন, আগামী ১১ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা হতে চলেছে। রাত ১২ টার সময় আবেদন শেষ হয়েছে। প্রায় ৭ লাখ আবেদনকারী টেটের জন্যে আবেদন করেছেন। তবে এবার টেট নিয়ে যথেষ্ট সাবধানী রাজ্য সরকার এবং পর্ষদ। ইতিমধ্যে স্বচ্ছ এবং মেধার ভিত্তিতেই চাকরি হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। এমনকি কোনও সুপারিশ এবার গ্রাহ্য হবে না বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্ত্য যেভাবে একের পর এক বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হচ্ছে সেখানে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তবে যেভাবে বিচারপতি আশ্বাস দিয়েছেন তাতে আশ্বস্ত লক্ষাধিক আবেদনকারী।

লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করবেন? তাহলে কখনই এড়িয়ে যাবেন না এই প্রতিবেদন লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করবেন? তাহলে কখনই এড়িয়ে যাবেন না এই প্রতিবেদন

English summary
no barrier in recruitment process of primary, says calcutta high court justice Abhijit Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X