For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিপা ভাইরাসের আতঙ্ক এবার রাজ্যেও, রোগী ভর্তি হাসপাতালে

নিপা ভাইরাসের আতঙ্ক এবার এই রাজ্যেও। প্রচণ্ড জ্বর নিয়ে বেঙ্গালুরু থেকে আসা রোগীকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে, বৃহস্পতিবার সকালে সফিকুল শেখ নামে ওই যুবকের অবস্থা স্থিতিশীল।

Google Oneindia Bengali News

নিপা ভাইরাসের আতঙ্ক এবার এই রাজ্যেও। প্রচণ্ড জ্বর নিয়ে বেঙ্গালুরু থেকে আসা রোগীকে ভর্তি করানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তবে, বৃহস্পতিবার সকালে সফিকুল শেখ নামে ওই যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

নিপা ভাইরাসের আতঙ্ক এবার রাজ্যেও, রোগী ভর্তি হাসপাতালে

বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন মুর্শিদাবাদের রেজিনগরের যুবক সফিকুল শেখ। সেখানে প্রায় দিন পনেরো ধরে জ্বরে আক্রান্ত থাকায় রাজ্যে ফিরে আসেন। বেলডাঙা স্বাস্থ্যকেন্দ্রে পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং স্থানীয় চিকিৎসকরা নিপা ভাইরাসের সন্দেহে তাঁকে বহরমপুর মেডিক্যালে পাঠানো হয়। সেখান থেকে তাকে কলকাতার আইডি হাসপাতালে পাঠিয়ে দেন। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জ্বরের সঙ্গে ওই যুবকের জ্ঞান হারানোর সমস্যাও রয়েছে বলে পরিবার সূত্রে খবর।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবককে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁকে যেসব চিকিৎসক ও নার্স পরীক্ষা করছেন, তাঁরাও মাস্ক ও গ্লাভস পড়ে যাচ্ছেন। এমন কী চিকিৎসক ও নার্সদের ওপরও নজর রাখা হচ্ছে।

স্বাস্থ্য দফতরের থেকে পাওয়া প্রাথমিক খবর অনুযায়ী, রেজিনগরের যুবক সফিকুল শেখের জ্বর নিপা-ভাইরাস নয়। তবে নিপা ভাইরাস নিয়ে কলকাতায় সে-সব পরীক্ষা করা যায়, সেই সব পরীক্ষা করানো হচ্ছে বলে জানা গিয়েছে।

English summary
Nipah Virus panic in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X