For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন শহরে নতুন পুজো , ঢাকে পড়ল কাঠি

Array

Google Oneindia Bengali News

নিউ টাউনে এ বছর ক্লক টাওয়ার সংলগ্ন মাঠে প্রথম সর্বজনীন দুর্গোৎসব হতে চলেছে। নিউ টাউন সর্বজনীন সমিতি দ্বারা পরিচালিত এই উৎসবে আছে মেলাও - তাই আশা করা হচ্ছে স্থানীয় অর্থনীতি ও চাঙ্গা হবে। তাছাড়া আছে আড্ডা জোন ও। এই দুর্গোৎসবকে সর্বতোভাবে সাহায্য করছেন হিডকো এবং এন কে ডি এ। পাশে আছে স্লেট পেন্সিল।

নতুন শহরে নতুন পুজো , ঢাকে পড়ল কাঠি

আজ সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি জানালেন উপদেষ্টামণ্ডলীর অন্যতম এন কে ডি এ -এর চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন। এই দুর্গোৎসবের লোগো করেছেন প্রখ্যাত চিত্রশিল্পী শ্রী শুভাপ্রসন্ন। সেই লোগো ও আজ উন্মোচিত হল। সমিতির অন্যান্য সদস্য সদস্যাদের সাথে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক শ্রী সমরেশ দাস এবং সভাপতি ঊর্মিলা সেন. এই দুর্গোৎসবের প্রধান বিষয় হল নারী শক্তির জাগরণ। প্রতিমা নির্মাণে আছেন প্রখ্যাত শিল্পী ও ভাস্কর শ্রী প্রশান্ত পাল। খুঁটি পুজো অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই জুলাই ,২০২২।

"নিশুম্ভ শুকা গর্জনী, প্রশান্ত মুন্ডা খান্দিনী বরেরনা প্রকাশিনী, ভজামি বিন্ধবাসিনী..."- মা বিন্দবাসিনীর এই প্রশংসার উপর একটি চিত্তাকর্ষক বাংলা নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় জমকালো দুর্গাপূজা অনুষ্ঠান যেখানে থিম এবং দুর্গা মাতার দরবার সজ্জিত করবেন প্রখ্যাত শিল্পী প্রসান্ত পাল।

সাংবাদিকদের উদ্দেশ্যে ঊর্মিলা সেন , যিনি নিউটাউন সার্বজনীনের সভাপতি তিনি বলেন যে, "আমরা বাংলার সংস্কৃতিকে মূল্য দিই। এ কারণেই এই পূজা বিশ্ববঙ্গ পূজা নামে পরিচিত। আমরা বাংলার বিভিন্ন শিল্পরূপ প্রদর্শন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্গাপূজা এখন ইউনেস্কোর একটি হেরিটেজ ইভেন্ট এবং আমরা একে এক ধাপ এগিয়ে নিয়ে যাব।"

সাংবাদিকদের উদ্দেশ্যে দেবাশীষ সেন, যিনি নিউটাউন সার্বজনীনের প্রধান উপদেষ্টা এবং এমডি হিডকো এবং চেয়ারম্যান এনকেডিএ/এনডিআইটিএ। তিনি বলেছেন, "দুর্গা পূজা আমাদের জন্য আবেগ। এই সময়ে আমরা আমাদের সমস্ত কষ্ট ভুলে যাই এবং অনেক মজা করি এবং পরিবারের সাথে সময় কাটাই। এবং বন্ধুরা। এই প্রথম আমরা নিউটাউনে দুর্গাপূজার আয়োজন করছি এবং আমরা আশা করি যে এই দিনগুলিতে এটি সমস্ত বাসিন্দাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। সমস্ত সম্প্রদায়কে উৎসাহের সাথে সমস্ত উৎসব উদযাপন করতে একত্রিত হতে দেখে আনন্দিত হবে। সেই চারটি দিন, আমি এখানে আমার বেশিরভাগ সময় কাটাব এবং এখানকার মানুষও খুশি হবে এই উদ্যোগে।"

English summary
this yeat newtown will celebrate its first durga puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X