For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন বছরে কৃষকদের জন্য 'পুরস্কার' ঘোষণা মমতার! লোকসভার আগে চাপ বাড়ল বিজেপির

নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু।

  • |
Google Oneindia Bengali News

নতুন বছরে কৃষকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম দেওয়া হয়েছে কৃষক বন্ধু।

নতুন বছরে কৃষকদের জন্য পুরস্কার ঘোষণা মমতার! লোকসভার আগে চাপ বাড়ল বিজেপির

কৃষকদের জন্য নতুন অ্যাসিওরেন্স মডেল। রাজ্যে ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে সরকার ২ লক্ষ টাকা করে দেবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে কৃষকের সংখ্যা বেশি। সংখ্যাটা ৭২ লক্ষের মতো। এই প্রকল্পে প্রতি বছর রাজ্যের বেশ কয়েকশো কোটি টাকা খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পের মধ্যেই প্রত্যেক কৃষক পরিবারকে ২ ধাপে একর পিছু পাঁচহাজার টাকা করে দেওয়া হবে কৃষিকাজে সহায়তা হিসেবে। সেটা রবি চাষ হতে পারে, খরিফ চাষ হতে পারে কিংবা অন্য কোনও চাষ হতে পারে। হিসেব হবে একরপিছু আর বছরে টাকা দেওয়া হবে দুবারে। এই প্রকল্পের জন্য প্রতিবছর বেশ কয়েকহাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যখাতে খরচ কমিয়ে কৃষি দফতরকে এই খাতে টাকা দেওয়া হবে।

পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করা হলেও, ১ ফেব্রুয়ারি থেকে কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে তা লাগু হবে ১ জানুয়ারি থেকে।

এছাড়াও এবছর থেকে বর্ষ শেষে সরকারের তরফে সাইরেন বাজানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দি বলয়ে তিন রাজ্যে কৃষিঋণ মকুবের ঘোষণা সাফল্য এনে দিয়েছে কংগ্রেসকে। পরিবর্ত হিসেবে কৃষকদের সুবিধা দিতে চিন্তাভাবনা করছে মোদী সরকার। তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

English summary
New Years gift from West Bengal Govt for farmers of the state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X