For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, নাড্ডা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি কীভাবে? নয়া মামলা হাইকোর্টে

ফের হাইকোর্টে নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলা। গত কয়েকদিন আগেই সম্পত্তি বৃদ্ধি মামলাতে তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়কের নাম সামনে এসেছে। ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক মন্ত্রীর নাম জড়ায়। যা

  • |
Google Oneindia Bengali News

ফের হাইকোর্টে নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলা। গত কয়েকদিন আগেই সম্পত্তি বৃদ্ধি মামলাতে তৃণমূলের একাধিক মন্ত্রী বিধায়কের নাম সামনে এসেছে। ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক মন্ত্রীর নাম জড়ায়। যা নিয়ে অস্বস্তি তৈরি হয়।

রাজনাথ সিং, নাড্ডা সহ ২৪ জনের সম্পত্তি বৃদ্ধি কীভাবে?

আর এর মধ্যেই ফের নতুন করে ২৪ নেতা মন্ত্রীর নামে সম্পত্তি বৃদ্ধি'র মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আর এই ২৪ জনের মধ্যে একাধিক বিজেপির কেন্দ্রীয় নেতার নাম আছে বলে জানা যাচ্ছে। আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি নয়া মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী রমাপ্রসাদ সরকার এই সংক্রান্ত মামলাটি দায়ের করেছেন।

খুব শীঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই মামলা শুনানির জন্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে। মামলাকারী আইনজীবীর আবেদনের ২৪ নেতা মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, রাজনাথ সিং, জগত প্রকাশ নাড্ডা, রূপা গাঙ্গুলী, স্মৃতি ইরানি, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, মনোজ কুমার ওরাও, আব্দুল মান্নান, মিহির গোস্বামী, অগ্নিমিত্রা পাল, সমিক ভট্টাচার্য, অনুপম হাজরা, মোহাম্মদ সেলিম, জিতেন্দ্র তেওয়ারি, শীলভদ্র দত্ত, রাহুল সিনহা, সুভাষ সরকারের মতো বিজেপি নেতারা। এছাড়াও বাম নেতা তন্ময় ভট্টাচার্য, সুজন চক্রবর্তীর মতো নেতাদের নামও নয়া তালিকাতে রয়েছে বলে জানা যাচ্ছে।

মামলাকারী আইনজীবীর আবেদন, এই সমস্ত নেতাদের সম্পত্তি কীভাবে বাড়ল তা খতিয়ে দেখুক আদালত। হিসাব না মিললে উপযুক্ত পদক্ষেপের আর্জিও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী। শুধু তাই হিসাব না মিললে ইডি এবং সিবিআই যাতে সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই আর্জি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে এই সংক্রান্ত আরও একটি মামলা দায়র হয়েছে। সেই মামলাতেও একাধিক বিজেপি নেতার নাম রয়েছে। এমনকি সেখানেও তন্ময় ভট্টাচার্য-সুজন চক্রবর্তী সহ একাধিক বাম নেতার নাম রয়েছে। যদিও সম্পত্তি বৃদ্ধির মামলায় কোনও নিরপেক্ষ এবং স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি জানান মহম্মদ সেলিম এবং তন্ময় ভট্টাচার্য।

এই বিষয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে আর্জিও জানিয়েছেন। এমনকি দ্বিতীয় মামলাতেও শুভেন্দু অধিকারী সহ গোটা অধিকারী পরিবারের নাম রয়েছে। এই প্রসঙ্গে যদিও শুভেন্দু জানিয়েছেন, যাকে দিয়ে খুশি তদন্ত করাক, কাগজ কথা বলবে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে ২০১৭ সালের একটি সম্পত্তি বৃদ্ধির মামলাতে ইডি-কে যুক্ত করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। আর তাতেই ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক-সহ তৃণমূলের নেতা-মন্ত্রী-সহ ১৯ জন হেভিওয়েটের নাম রয়েছে। আর এরপরেই পালটা বিরোধীদের সম্পত্তি বৃদ্ধি নিয়েও একের পর এক মামলা।

High Court Recruitment: গ্রুপ ডি পদে হাইকোর্টে ব্যাপক নিয়োগ, ১০ পাশেই করুন আবেদন High Court Recruitment: গ্রুপ ডি পদে হাইকোর্টে ব্যাপক নিয়োগ, ১০ পাশেই করুন আবেদন

English summary
new PIL in High court, raises question on property of 24 leaders including Rajnath Singh, Smriti Irani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X