For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূষণ রুখতে নয়া উদ্যোগ শহরে, পুরভোটকে সামনে রেখে নতুন পরিকল্পনা

বায়ু দূষণে স্কাইমেেটর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এই পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

Google Oneindia Bengali News

বায়ু দূষণে স্কাইমেেটর তালিকায় পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এই পরিস্থিতি বিবেচনা করে বেশ কিছু নতুন পরিকল্পনা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ৬ কোটি টাকা খরচ করে দূষণ মোকাবিলায় পদক্ষেপ করা হচ্ছে। সেই টাকা দেওয়া হয়েছে কলকাতা পুরসভাকে। যদিও পুরভোটকে নজরে রেখেই এই বিপুল বরাদ্দ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 শহরের দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ

শহরের দূষণ নিয়ন্ত্রণের উদ্যোগ

মাত্রা ছাড়িয়েছে কলকাতার দূষণ। এই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। ৬ কোটি টাকা খরচ করে রাস্তায় জল ছেটানোর ১০টি গাড়ি কেনা হচ্ছে। কলকাতা পুরসভাকে এই ৬ কোটি টাকা দিচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। নভেম্বরের প্রথম সপ্তাহে শহরের দূষণের মাত্রা ছিল ২০০ থেকে ৩৫০। যেটা অত্যন্ত খারাপই বলা যায়। বুলবুলের দাপটে বৃষ্টিতে সেই দূষণের মাত্রা কিছুটা কমলেও। বৃষ্টি কমতেই সেই মাত্রা আবার বাড়তে শুরু করেছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে গরমে এবং বর্ষায় দূষণ নিয়ন্ত্রণে থাকলেও পুজোর পর থেকে দূষণ বাড়তে শুরু করে। বাতাসে ধুলিকনার পরিমান বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়। সেই ধুলিকনা কমাতেই ১০টি জল ছেটানোর গাড়ি কেনার টাকা বরাদ্দ করা হয়েছে।

শহরের বিভিন্ন রাস্তায় উদ্যোগ

শহরের বিভিন্ন রাস্তায় উদ্যোগ

শহরের বিভিন্ন রাস্তায় চলবে এই গাড়ি গুলি। প্রথম পর্যায়ে তিনটি জল েছটানোর গাড়ি কেনা হচ্ছে। বাকি গুলি ধাপে ধাপে কেনা হবে। শহরে ধুলো নিয়ন্ত্রণে নামানো হবে বিশেষ গাড়ি। যেগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে রাস্তার ধুলো পরিষ্কার করবে। তারপর রাস্তায় জল ছিটিয়ে ধুলিকনার পরিবান কমাবে। একাধিক রুটে চলবে গাড়ি গুলি। এয়ারপোর্ট থেকে গড়িয়া ভায়া ইএম বাইপাস, গড়িয়া থেকে টালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ থেকে রাসবিহারি ভায়া মোমিনপুর, ঠাকুরপুকুর থেকে তারাতলা ভায়া বেহালা, এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার এবং ডানলপ থেকে চিড়িয়ামোড়। এই রাস্তাগুলোয় চলবে গাড়িগুলি।

নজরে পুরোভোট

নজরে পুরোভোট

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দূষণ নিয়ন্ত্রণের এই উদ্যোগের নেপথ্যে পুরভোট রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সামনেই পুরসভা নির্বাচন। এই পুরনির্বাচনেই অ্যাসিড টেস্ট হতে চলেছে শাসক দলের। সেকারণেই কলকাতা পুরসভা সহ একাধিক পুরসভাগুলিতে একাধিক জনমোহিনী পরিকল্পনা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।

English summary
New initiatives to prevent pollution In the city
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X