For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজি নগরে বৃদ্ধ দম্পতি খুনের তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

নেতাজি নগরের বৃদ্ধ দম্পতি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে হোমিসাইড শাখা।

Google Oneindia Bengali News

নেতাজি নগরের বৃদ্ধ দম্পতি খুনের ঘটনার তদন্ত শুরু করেছে হোমিসাইড শাখা। প্রাথমিক তদন্তে তাঁরা মনে করছেন লুঠের উদ্দেশ্যেই তাঁদের খুন করা হয়েছিল। বৃহস্পতিবার নেতাজি নগরে গিয়েছিলেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।

নেতাজি নগরে বৃদ্ধ দম্পতি খুনের তদন্তে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ঘটনাস্থল খতিয়ে দেখেন তিনি। মনে করা হচ্ছে খুনিরা তাঁদের পরিচিত। সেকারণেই ঠিক কোথায় আলমারির চাবি রাখা থাকে সেটা জানত তারা।

তদন্তকারীরা জানিয়েছে বৃদ্ধ দম্পতিকে খুন করার পর বাড়ির আটটি আলমারি খুলতে পারলেও ৯ নম্বর আলমারিটি খুলতে পারেনি তারা। আর ওখানেই ৩০ লক্ষ টাকা এবং আড়াই লক্ষ টাকার গয়না রাখা ছিল। দেড় ঘণ্টা ধরে গোটা বাড়িতে অপারেশন চালিয়েও দুষ্কৃতিরা সেই টাকার হদিশ পায়নি।

পুলিস প্রায় ২০ ঘণ্টা খোঁজা খুঁজির পর সেই আলমারির চাবি পায়। কেন একটি মাত্র আলমারির চাবি তাঁরা অন্যত্র লুকিয়ে রেখেছিলেন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। তাহলে কী তাঁরা আগেই আঁচ করতে পেরেছিলেন যে এরকম কোনও ঘটনা ঘটতে পারে। নিঃসন্তান দম্পতি উইলও করে গিয়েছিলেন। সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এই খুনের নেপথ্যে আর কোনও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে সরানোর নির্দেশ][আরও পড়ুন: উন্নাও ধর্ষণকাণ্ডের সব মামলা উত্তর প্রদেশ থেকে সরানোর নির্দেশ]

English summary
Netajinagar old couple murder case : Police got sensational clue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X