For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭১তম বছরে মেঠো পথকে আপন করেছে কলকাতার নেহরু কলোনী

মেঠো পথে মাটির ঘ্রাণ। শহরের মধ্যে এক টুকরো গ্রাম বাংলাকে তুলে এনে রীতিমতো তাক লাগিয়েছে কলকাতার নেহেরু কলোনী দুর্গোৎসব কমিটি।

  • |
Google Oneindia Bengali News

মেঠো পথে মাটির ঘ্রাণ। শহরের মধ্যে এক টুকরো গ্রাম বাংলাকে তুলে এনে রীতিমতো তাক লাগিয়েছে কলকাতার নেহরু কলোনী দুর্গোৎসব কমিটি। নতুনত্বে মোড়া তাঁদের এই মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকবে বলেই দাবি উদ্যোক্তাদের।

৭১তম বছরে মেঠো পথকে আপন করেছে কলকাতার নেহেরু কলোনী

পুজোর থিম
মেঠো পথ ধরে চলতে চলতে পৌঁছে যাওয়া গ্রাম বাংলায়। যার এক প্রান্তে রয়েছে ধানের ক্ষেত-গোয়াল ঘর, অন্য প্রান্তে পুকুর ও পাত কুয়ো। কুড়ে ঘরে গান গেয়ে চলেছেন আউল-বাউল। অদূরেই খুলেছে চপের দোকান। সেখান আড্ডা চলছে দিনভর। সবমিলিয়ে গ্রামের পরিবেশকে তুলে এনে তাক লাগিয়েছেন কলকাতার নেহরু কলোনী দুর্গোৎসব কমিটির উদ্যোক্তরা।

প্রতিমা
মণ্ডপ সজ্জার সঙ্গে মিল রেখে প্রতিমা শৈলীতেও সাবেকিয়ানার ছোঁয়া রেখেছেন কলকাতার নেহরু কলোনী দুর্গোৎসব কমিটির উদ্যোক্তরা।

উদ্যোক্তাদের বক্তব্য
আধুনিক ও গতিশীল সমাজ ব্যবস্থায় মাটির টান ধীরে ধীরে অবলুপ্তির পথে। প্রাচীন ও সাবেকি বাংলার সেই টানকেই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলাই তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন কলকাতার নেহরু কলোনী দুর্গোৎসব কমিটির উদ্যোক্তরা।

[দশভূজা নয়, উমার এখানে অন্য রূপ! হাতে নেই কোনও অস্ত্র, মর্ত্যে আসেন শিবের কোলে চেপে][দশভূজা নয়, উমার এখানে অন্য রূপ! হাতে নেই কোনও অস্ত্র, মর্ত্যে আসেন শিবের কোলে চেপে]

English summary
Neheru colony's Durga Puja theme is Village road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X