For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিআইএম প্রার্থী সায়রার প্রচারে নাসিরুদ্দিন! কেন ভোট দেবেন ভাইঝিকে, ভিডিও বার্তায় ব্যাখ্যা

সরাসরি নির্বাচনী প্রচারে অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah ) । তবে তাঁর প্রচার ভাইঝি বালিগঞ্জ (Ballygunge) কেন্দ্রে সিপিআইএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমের (saira shah halim) জন্য। এক ভিডিও বার্তায় কিংবদন্ত

Google Oneindia Bengali News

সরাসরি নির্বাচনী প্রচারে অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah ) । তবে তাঁর প্রচার ভাইঝি বালিগঞ্জ (Ballygunge) কেন্দ্রে সিপিআইএম (CPIM) প্রার্থী সায়রা শাহ হালিমের (saira shah halim) জন্য। এক ভিডিও বার্তায় কিংবদন্তী এই অভিনেতা সায়রা শাহ হালিমকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সংবেদনশীল মানুষ হিসেবে পরিবারের সদস্যের জন্য নয়, মানুষের অধিকার রক্ষা এবং সমাজ সেবামূলক কাজের জন্যই সায়রা শাহ হালিমকে জয়ী করার আহ্বান জানাচ্ছেন।

কোনও রাজনৈতিক দলের সদস্য তিনি নন

ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত বোধের ওপের নির্ভর করে জনগণের সামনে এসেছেন। বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে সায়রা শাহ হালিমকে সমর্থন করার আবেদন করছেন। নিজের ভাইঝি হওয়ার সূত্রে তিনি জন্ম থেকেই সায়রা চেনেন। কিন্তু এখানে পারিবারিক সম্পর্ককে পাশে সরিয়ে রাখতে চান বলে জানিয়েছেন নাসিরুদ্দিন।

সাহসী, দায়বদ্ধ, সংবেদনশীল

সাহসী, দায়বদ্ধ, সংবেদনশীল

সায়রা শাহ হালিমকে নাসিরুদ্ধিন শাহ সবসময় সাহসী, দায়বদ্ধ, সৎ এবং সংবেদনশীল মানুষ হিসেবে বর্ণনা করেছেন। সে সবসময় মানুষের পাশে দাঁড়াতে চায়, অন্যায়ের সমালোচনা করে থাকে। মানুষের অধিকার রক্ষায়ও সে সবসময় সোচ্চার বলে জানিয়েছেন নাসিরুদ্দিন শাহ। বহু সমাজ সেবামূলক কাজে সে নিজের জীবনকে উৎসর্গ করেছে। নাসিরুদ্দিন শাহ বলেছেন সায়রা এবং তাঁর স্বামী ফুয়াদ হালিম দরিদ্র মানুষের জন্য বহুবছর ধরে ডায়ালিসিস ক্লিনিক চালিয়ে যাচ্ছে। তাঁরা সবসময়ই দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের পাশে বলেও মন্তব্য করেছেন তিনি।

ভোট দিতে যাওয়ার আগে ভাবুন

এবার বালিগঞ্জ কেন্দ্রের ভোটারদের তাঁদের পছন্দ বেছে নিতে হবে এবং তা খুবই পরিষ্কার। তিনি সাধারণ মানুষের কাছে প্রশ্ন করেছেন, তাঁরা কি এমন কাউকে জন প্রতিনিধি হিসেবে চান, যিনি সংবেদনশীল-সহমর্মী এবং মানুষের প্রতি দায়বদ্ধ থেকে তাঁদের জন্য কাজ করবে। নাকি তাঁরা বেছে নেবেন রঙ বদলানো, সুযোগ সন্ধানী কাউকে, যিনি সমাজে বিদ্বেষ ছড়ান। ভোট দিতে যাওয়ার আগে গভীর ভাবে ভাবুন এবং ভোট দিন, বলেছেন নাসিরুদ্দিন শাহ।

প্রচারে সামিল হয়েছেন নাসিরুদ্দিনের স্ত্রীও

প্রচারে সামিল হয়েছেন নাসিরুদ্দিনের স্ত্রীও

দিন কয়েক আগে সায়রা শাহ হালিমের জন্য ভিডিও বার্তা দিয়েছিলেন, নাসিরুদ্দিন শাহের স্ত্রী রত্না পাঠক শাহও। তিনিও দেশে বিভাজনের রাজনীতির কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন অনেকেই রাজনীতি করেন ব্যক্তিগত স্বাচ্ছন্দ আর লাভের জন্য। কিন্তু সায়রা শাহ হালিমের মতো অনেকেই বর্তমান রাজনীতিতে এগিয়ে আসছেন, যে কিনা প্রথমবার ভোটের ময়দানে নেমেছে। সে কঠোর পরিশ্রমী। সামনের দিকে এগিয়ে যেতে সায়রাকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন তিনি।

তাপমাত্রা ৪১ ডিগ্রির বেশি! এই সপ্তাহে দিল্লিতে তীব্র তাপপ্রবাহ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের সঙ্গে শ্রমমন্ত্রকেরতাপমাত্রা ৪১ ডিগ্রির বেশি! এই সপ্তাহে দিল্লিতে তীব্র তাপপ্রবাহ, সতর্কবার্তা আবহাওয়া দফতরের সঙ্গে শ্রমমন্ত্রকের

English summary
Naseeruddin Shah's appeal for CPIM's Saira Shah Halim in Ballygunge assembly by election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X