মমতার হয়ে প্রচার! জল্পনা উড়িয়ে এই মোদী জানিয়ে দিলেন কী হবে তাঁর ভূমিকা
সম্প্রতি কেন্দ্রের রেশন নীতির নিয়ে সরব হয়েছিলেন নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের উদ্যোগে কলকাতায় এক অনুষ্ঠানে সংস্থার সহ সভাপতি প্রহ্লাদ মোদী দেশের রেশন ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হচ্ছে বলে সরব হয়েছিলেন। তারপরই জল্পনা শুরু হয়েছিল তাঁকে নিয়ে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন তিনি।

তৃণমূল চেয়েছিল তাঁকে সামনে রেখে কেন্দ্র-বিরোধী আন্দোলনকে জোরদার করতে। মোদীর বিরুদ্ধে তাঁকে প্রচারের মুখ করা নিয়েও জল্পনা শুরু হয়েছিল। তবে প্রহ্লাদ মোদী পরিষ্কার করে দিলেন, মোদী বিরোধিতার কোনও প্রশ্নই নেই। এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারে না। বরং তিনি এদিন মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। মোদীকে একজন সৎ মানুষ হিসেবে বর্ণনা করেন।
কিন্তু আপনি তো নিজেও কেন্দ্রের রেশন ব্যবস্থার সমালোচনা করেছেন। তার উত্তরে প্রহ্লাদের সাফ জবাব, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে পারি, তাদের রেশন ব্যবস্থার বিরুদ্ধে সরব হতে পারি, তা বলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করব না। সম্প্রতি মোদীর ভাইয়ের সংস্থা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন কেন্দ্রের সমালোচনা করেন চাঁছাছোলা ভাষায়।
এ প্রসঙ্গে তিনি বলেন, রেশন ব্যবস্থা নিয়ে ধর্না, বিক্ষোভ, সমালোচনা করতেই পারি, তার মানে এই নয় যে আমি মোদীর বিরোধিতা করছি। কিংবা তার বিরুদ্ধে প্রচারে নামছি। উল্লেখ্য এর আগে রাফাল নিয়ে তিনি মোদীর পাশে দাঁড়িয়েছিলেন। রামমন্দির নিয়েও নিজের মত জাহির করেছিলেন।

[আরও পড়ুন:সুখবর সরকারি কর্মীদের, দীপাবলির মুখে প্রাপ্তির ভাণ্ডার বৃদ্ধি একলাফে অনেকটাই]
যদিও অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন আবার সরাসরিই কেন্দ্র বিরোধী আন্দোলনে তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও আসরে নেমেছেন। বিজেপিকে একহাত নিয়ে তিনি আন্দোলনের বার্তা দিয়েছেন সংস্থার উদ্দেশ্যে। নেতাজি ইন্ডোরে জাতীয় আলোচনা সভার আয়োজন করতে পরামর্শও দিয়েছেন সংস্থাটিকে। এমনকী মোদীর ভাইকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা তৈরি করার কথা জানান তিনি।
[আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি অভিষেকের, বাঙালি-নিধনের প্রতিবাদে গর্জে উঠল কলকাতা]
ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু ঘোষণা করেন, মোদী সরকারকে হটাতে সরাসরি প্রচারে নামবেন তাঁরা। সারা দেশে ছড়িয়ে রয়েছেন তাঁদের সংস্থার সদস্যরা। লোকসভা ভোটে তাঁরা তৃণমূলকেই সমর্থন দেবেন। কারণ খাদ্যসাথী প্রকল্প চালু করে রাজ্যের রেশন ব্যবস্থাকে চাঙ্গা রেখেছে তৃণমূল সরকার। রেশন ডিলারদের পরিত্রাতা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনাও দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁদের।
[আরও পড়ুন: স্বাস্থ্য পরিষেবার অন্যতম মাপকাঠিতেও সারা দেশে ১ নম্বরে মমতার বাংলা ]