For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদির নতুন নাম দিলেন মোদী! শিলিগুড়ি, ব্রিগেড থেকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পিড ব্রেকার। কেন্দ্রীয় প্রকল্পে বাধা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

  • |
Google Oneindia Bengali News

শিলিগুড়ির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন নাম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পিড ব্রেকার। কেন্দ্রীয় প্রকল্পে বাধা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। অন্যদিনের মতো তিনি দিদি বলে সম্বোধন করে শুরু করেন। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের সরকার বাধা তৈরি করছে বলে শিলিগুড়ির সভা থেকে তোপ দাগেন প্রধানমন্ত্রী।

দিদির নতুন নাম দিলেন মোদী! শিলিগুড়ি, ব্রিগেড থেকে কটাক্ষ প্রধানমন্ত্রীর

দিদির সরকার ডুবতে চলেছে। এদিন শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন, দারিদ্র যদি থাকে, তাহলে মমতা বন্দ্যপাধ্য়ায়ের সুবিধা। এরই মধ্যে মোদী অভিযোগ করেন অন্য রাজ্যে উন্নয়নে যেমন এগিয়ে যাচ্ছে, তাতে পিছিয়ে পড়ছে বাংলা। এই সময় স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সময় মোদী বলেন, ৭০ লাখ কৃষকদের উপকৃত করার জন্য কেন্দ্রের যে স্কিম আছে তা রাজ্যে থমকে দিয়েছেন মমতা। পাশাপাশি রাজ্যে আয়ুষ্মান ভারতের স্কিম মমতা আটকানোয় রাজ্যের ক্ষতি হয়েছে।

[আরও পড়ুন:'স্পিড ব্রেকারে'র বদলায় 'এক্সপায়েরি বাবু' মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার][আরও পড়ুন:'স্পিড ব্রেকারে'র বদলায় 'এক্সপায়েরি বাবু' মোদীকে ভারত ছাড়া করার ডাক মমতার]

প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে চিটফান্ড কেলেঙ্কারির কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে সেনার কাজকে অবিশ্বাস করার অভিযোগও করেন।

[আরও পড়ুন:'পিসি-ভাইপোর পরিবারতন্ত্র বাংলা লুঠ করেছে', বিজেপির ব্রিগেডে আরও ঝাঁঝালো মোদী][আরও পড়ুন:'পিসি-ভাইপোর পরিবারতন্ত্র বাংলা লুঠ করেছে', বিজেপির ব্রিগেডে আরও ঝাঁঝালো মোদী]

[আরও পড়ুন: এখনই ভোট হলে বাংলায় কার ভাগ্যে কটি আসন, নয়া সমীক্ষায় ভোট-ফলের আভাস ][আরও পড়ুন: এখনই ভোট হলে বাংলায় কার ভাগ্যে কটি আসন, নয়া সমীক্ষায় ভোট-ফলের আভাস ]

English summary
Narendra Modi has given new name for Mamata Banerjee from his Siliguri meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X