For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলোমেলো চুলে, অসুস্থ শরীরেই একমনে সৃষ্টির নেশায় 'সৃষ্টিকর্তা'! পাশ করলেন একবারেই

এলোমেলো চুলে, অসুস্থ শরীরেই একমনে সৃষ্টির নেশায় 'সৃষ্টিকর্তা'! পাশ করলেন একবারেই

  • By Kousik Sinha
  • |
Google Oneindia Bengali News

চুল এলোমেলো! চেহারায় স্পষ্ট অসুস্থতার ছাপ। পরণে রয়েছে হাসপাতালের দেওয়া জামা। কিন্তু তাতে নজরই নেই! এক যেন সৃষ্টি সুখের উল্লাসে মেতে রয়েছেন সৃষ্টিকর্তা। আপন মনে হাসপাতালে রাখা বোর্ডের উপর সাদা পাতাতে একের পর এক রেখা টেনে যাচ্ছেন উনি। একেবারে মন দিয়ে। ঠিক যেন নতুন কোনও কাজ নিয়ে বসেছেন তিনি। কিন্তু তিনি কে? তিনি আসলে 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদা ভোঁদা', 'নন্টে ফন্ট'-এর সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। তাঁর হাত দিয়েই সৃষ্টি হয়েছে একের পর এক চরিত্রের। কিন্তু আজ তিনি অসুস্থ। বিগত কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি। কিন্তু সুযোগ পেলেই সাদা কাগজের উপর ফুটিয়ে তুলছেন তাঁর সৃষ্টিকে।

করা হয় সৃষ্টিকর্তার মস্তিষ্কের সক্ষমতা পরীক্ষা

করা হয় সৃষ্টিকর্তার মস্তিষ্কের সক্ষমতা পরীক্ষা

মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় হাসপাতালের বিছানাতে বসে সেখানকার দেওয়া জামা পড়েই আপন মনেই 'বাঁটুল দি গ্রেট'-এর ছবি আঁকছেন লেখক-শিল্পী নারায়ণ দেবনাথ। পরে জানা যায়, ভালোই বয়স হয়েছে তাঁর। বার্ধক্যজনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর। মস্তিষ্কের কিছু সমস্যা রয়েছে। এই অবস্থায় নারায়ণবাবুর সক্ষমতা পরীক্ষা করতে বাঁটুলের ছবি আঁকতে বলেন চিকিৎসক। এর মাধ্যমেই পরীক্ষা করা হয় শিল্পীর মস্তিষ্ক থেকে বেরোনো সঙ্কেত পৌঁছচ্ছে কি না তাঁর শরীরে বিভিন্ন অঙ্গে-প্রত্যঙ্গে। সেই পরীক্ষায় কার্যত ফুল মার্কস পেয়েই পাস করেছেন নারায়ণ দেবনাথ। এই বয়সেও তাঁর সমস্ত কিছু এখনও নখদর্পনে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাত একটু কাঁপলেও বাটুলের চরিত্র আকার ক্ষেত্রে একটা রেখাও এদিক-ওদিক হয়নি।

পদ্মশ্রী সম্মানে নাম ঘোষণা হওয়ার পরেই অসুস্থ হন নারায়ণ দেবনাথ

গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা ঘোষণা করে কেন্দ্রিয় সরকার। ওই দিনই শিল্পী নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে বলে জানানো হয় কেন্দ্রের প্রকাশিত তালিকাতে। ৯৭ বছরের এই প্রবীণ শিল্পী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন। সম্প্রতি তাঁর শরীরে সর্দি, কাশি, গলা ব্যথার লক্ষণ দেখা যাওয়ায় করোনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। শিবপুরে তাঁর বাড়ি থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তাতে রিপোর্ট নেগেটিভ আসে। যদিও এরপরে তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয় নারায়ণ দেবনাথকে। কয়েকদিন কেটে গেলেও এখনও হাসপাতালেই তিনি।

রাজ্যপালকে ‘বাঁটুল’ উপহার ‘দ্য গ্রেট’-এর

রাজ্যপালকে ‘বাঁটুল’ উপহার ‘দ্য গ্রেট’-এর

নারায়ণ দেবনাথ হাসপাতালে ভর্তি থাকায় মন খারাপ আম আদমির। প্রত্যেকদিনই কার্যত হাসপাতালের বাইরে ভিড় জমান স্রষ্টার অনুগামীরা। সেই মতো গত কয়েকদিন আগেই তাঁকে সস্ত্রীক হাসপাতালে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালকে দেখে আপ্লুত হয়ে পড়েন দ্য গ্রেট! কাঁপা কাঁপা হাতেই কাগজ পেনসিল ধরে নেন। এরপর'বাঁটুল' এঁকে উপহার দিলেন তাঁকে। বয়সের ভারে হাতের লেখা কেঁপে গিয়েছে, তবে 'বাঁটুল'-এর ঠোঁটে হাসি ছিল চওড়াই।

শতাধিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীরশতাধিক অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি বিশ্বভারতীর

English summary
Narayan Debnath drew iconic character hada-voda on paper at hospital in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X