নারদ মামলায় ইকবালের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টে
নারদ মামলায় অভিযুক্তদের ভয়েস ম্যাচিং টেস্টের জন্য সিবিআইয়ের পাঠানো নোটিশের ওপর সময় চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইকবাল আহমেদ। আগামী সপ্তাহে এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অগাস্ট নারদ মামলায় অভিযুক্তদের 'ভয়েস ম্যাচিং টেস্ট' করানোর নির্দেশ দিয়েছে বারাসতের সিবিআইয়ের বিশেষ আদালত। তার ভিত্তিতে ওই মামলায় অন্যতম অভিযুক্ত কলকাতা পুরসভার কাউন্সিলর ইকবাল আহমেদকে ওই পরীক্ষা করানোর জন্য নোটিশ পাঠায় সিবিআই।
[আরও পড়ুন: আদালতের অনুমতি ছাড়া ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হবে না, জানাল মেট্রো কর্তৃপক্ষ]
ওই নোটিশ পেয়ে তিন সপ্তাহ সময় চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ইকবাল। এদিকে নারদ মামলায় অভিযুক্তরা একে একে এসে সিবিআই দফতরে কণ্ঠস্বরের নমুনা দিয়ে যাচ্ছেন। সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায় অনেকেই এসেছেন।
[আরও পড়ুন: দিল্লিতে মুকুল-শোভন-বৈশাখী বৈঠক! উঠে এল বিজেপির 'বিভীষণ' নেতার নাম]