For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার

এসএমএইচ মির্জাকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালতের সিবিআইয়ের বিশেষ আদালত।

  • |
Google Oneindia Bengali News

নারদ মামলায় প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কলকাতা নগর দায়রা আদালতের সিবিআইয়ের বিশেষ আদালত।

হল না জামিন, নারদ কাণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মির্জার

আদালত সূত্রের খবর, এদিন বিশেষ আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায়ের এজলাসে এই মামলার প্রায় এক ঘন্টা রুদ্ধদ্বার (ইন ক্যামেরা) শুনানিতে মির্জার জামিনের আবেদন করেন তার আইনজীবী সায়ন দে। কিন্তু গতদিনের মত এদিন ও সেই প্রভাবশালী তত্ত্ব খাড়া করে জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে মির্জার বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করা হয়। বলা হয়, এসএমএইচ মির্জার সঙ্গে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। ফলে তাঁর জামিন হলে নারদ মামলা প্রভাবিত হতে পারে। তদন্তেও তার এফেক্ট পড়বে বলে দাবি করে সিবিআই।

তবে মির্জার আইনজীবীর যুক্তি ছিল, 'যেহুতু তার মক্কেল তদন্তের স্বার্থে সব রকম সহযোগিতা করছেন,সিবিআই তাকে যেখানে নিয়ে যাচ্ছে তিনি সেখানে যাচ্ছেন। যা করতে বলছেন তাই করছেন। লিখিত মৌখিক সব রকমের তথ্য দিয়ে তিনি সিবিআইকে সহযোগিতা করছেন। তাই যে কোন শর্তে তাঁর জামিন দেওয়া হোক।'

English summary
Narad sting case : IPS SMH Mirza sent to 14 days jail custody
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X