For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখের সামনে নিরাকার থেকে ফুটে উঠছে মা-এর রূপ, তাক লাগাল নাকতলা উদয়ন

কলকাতার দুর্গাপুজোয় নাকতলা উদয়ন সংঘের নাম বেশ পরিচিত। প্রতিবছরই মণ্ডপ সজ্জা এবং প্রতিমায় বিশাল চমক দিয়ে থাকে এই পুজো কমিটি।

Google Oneindia Bengali News

জন্ম-মৃত্যুতে লুকিয়ে আছে কোন সত্য? আর এই সত্যের রূপটাই বা কেমন? এই প্রশ্নের এবার উত্তর মিলছে দক্ষিণ কলকাতার নাকতলা উদয়ন সংঘের পুজোতে। জন্ম-মৃত্যু নিয়ে পৌরাণিক ব্যাখ্যাকে এবার তাদের মণ্ডপ সজ্জায় কাজে লাগিয়েছে এই পুজো কমিটি। সামবেদেই আছে অগ্নি বায়ুকে পুড়িয়ে জন্ম দিয়েছিল একটি বিন্দুর। পৌরাণিক মতে এটাই 'জন্ম'। অন্যদিকে বায়ু আবার অগ্নিতে যখন নিজে সমর্পণ করে তখন তা মৃত্যু। জন্ম-আর মৃত্যুর এই খেলাকেই এবার তাদের মণ্ডপে তুলে ধরছে নাকতলা উদয়ন সংঘ।

চোখের সামনে নিরাকার থেকে ফুটে উঠছে মা-এর রূপ, তাক লাগাল নাকতলা উদয়ন

বিষয় ভাবনা এবং প্রতিমায় বরাবরই চমক দেয় নাকতলা উদয়ন সংঘ। এবারও প্রতিমার ভাবনার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে মণ্ডপের ভাব-বৈচিত্র্য। দেখলে যেন মনে হবে এক বিন্দুতে ডানা মেলেছে কোনও পাখি। আর তার সঙ্গেই ডানা মেলবে জগতের জন্ম-মৃত্যুর ব্যাখ্য়া। যার শীর্ষনাম দেওয়া হয়েছে 'অসু'অন্ত'।

চোখের সামনে নিরাকার থেকে ফুটে উঠছে মা-এর রূপ, তাক লাগাল নাকতলা উদয়ন

চোখের সামনে নিরাকার থেকে ফুটে উঠছে মা-এর রূপ, তাক লাগাল নাকতলা উদয়ন

বহু বছর ধরেই কলকাতার অন্যতম সেরা পুজোর সম্মান পেয়ে আসছে নাকতলা উদয়ন সংঘ। এরমধ্যে বহুবারই সেরার সেরা হওয়ার সম্মানও মিলেছে। ঝুলিতে এসেছে এশিয়ান পেন্টস শারদ সম্মানও। এবারও কলকাতার অন্যতম সেরা পুজোর সম্মান ঝুলিতে তুলেছে ক্লাব কর্তৃপক্ষ।

চোখের সামনে নিরাকার থেকে ফুটে উঠছে মা-এর রূপ, তাক লাগাল নাকতলা উদয়ন

English summary
Naktala Udayan Sangha is the renowned name in Durga Puja of Kolkata. Each and every year this puja committee surprises the people of Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X