For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভবানী ভবনে ভারতীর স্বামী, হাইকোর্টে ‘স্বস্তি’ পেয়ে সিআইডি-র প্রশ্নবাণের মুখোমুখি তিনি

একদিকে সিআইডি দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কে ভারতী ঘোষের লকার খোলার তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে এদিনই সিআইডি-র সঙ্গে দেখা করতে ভবানী ভবনে গেলেন ভারতী ঘোষের স্বামী এমভি রাজু।

  • |
Google Oneindia Bengali News

একদিকে সিআইডি দক্ষিণ কলকাতার একটি ব্যাঙ্কে ভারতী ঘোষের লকার খোলার তোড়জোড় শুরু করেছে। অন্যদিকে এদিনই সিআইডি-র সঙ্গে দেখা করতে ভবানী ভবনে গেলেন ভারতী ঘোষের স্বামী এমভি রাজু। মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি ভবানীভবনে যান। সেখানে সিআইডি-র তদন্তকারী অফিসাররা তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।

ভবানী ভবনে সিআইডি-র প্রশ্নবাণের মুখে ভারতীর স্বামী

সিআইডি-র তরফে তাঁকে একাধিকবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে হাইকোর্টের রায়ে স্বস্তি মেলার পর তিনি সিআইডি দফতরে হাজিরা দেওয়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

সোমবার সন্ধ্যায় প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের একটি অডিও বার্তা পৌঁছেছিল সিআইডি-র হাতে। সেই অডি বার্তায় ভারতী ঘোষ অভিযোগ করেছিলেন, সিআইডি সোনা লুঠ করার চেষ্টা করছে। সেই কারণেই তাঁর লকারে হানা দিতে চাইছে। দক্ষিণ কলকাতার ব্যাংকের শাখায় তাঁর লকার ভাঙার পিছনে চক্রান্ত রয়েছে বলেই মনে করছেন তিনি।

এরপর মঙ্গলবার সকালে ভারতী ঘোষের স্বামীর সিআইডি দফতরে হাজিরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতী ঘোষের স্বামীকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মামলায় জেরা করা হচ্ছে। তাঁর বয়ান রেকর্ডও করা হচ্ছে। আগাম জামিনের আবেদন মঞ্জুর হওয়ার পর সিআইডির প্রশ্নবাণ মোবাকিলায় এদিন তাঁর শারীরী ভাষা ছিল ইতিবাচক। এদিন ভারতী ঘোষের স্বামীর উপস্থিতিতেই ব্যাঙ্ক লকার খোলা হবে বলে সূত্রের খবর।

English summary
MV Raju, husband of IPS Bharati Ghosh appears of CID officials at BhabaniBhavan. He comes at BhabaniBhavan being anticipatory bail from High Court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X